Besan for Face

মুখে বেসন মাখার চল নতুন নয়, সব ধরনের ত্বকে মাখাও যায়, কিন্তু কেন মাখবেন?

মুখে মাখার যে কোনও প্রসাধনীই এখন ত্বকের ধরন, সমস্যা বুঝে কিনতে বলেন রূপচর্চা শিল্পীরা। সেখানে একা বেসন ত্বকের এত সমস্যা মেটায় কী করে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৯
Share:

মুখে বেসন মাখবেন কেন? ছবি: সংগৃহীত।

মুখ অসম্ভব তেলতেলে। মা-কাকিমাদের ঘরোয়া টোটকা হল বেসন দিয়ে মুখ ধুয়ে ফেলা। মুখে খুব ব্রণ হচ্ছে? বেসন দিয়ে মুখ ধুলে তা-ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিয়ের আগে ত্বকের জেল্লা ফেরাতেও বেসন, হলুদ, টক দই, মধুর প্যাক মাখতে বলেন অনেকে। ত্বকের প্রায় যাবতীয় সমস্যার সমাধানে হাজির বেসন। মুখে মাখার যে কোনও প্রসাধনীই এখন ত্বকের ধরন, সমস্যা বুঝে কিনতে বলেন রূপচর্চা শিল্পীরা। সেখানে একা বেসন ত্বকের এত সমস্যা মেটায় কী করে?

Advertisement

১) বেসন এক্সফোলিয়েট করতে সাহায্য করে। তৈলাক্ত, শুষ্ক কিংবা স্পর্শকাতর— ত্বক যেমনই হোক। বেসন ত্বকের কোনও ক্ষতি না করেই মৃত কোষ দূর করে। ত্বকের মসৃণ ভাব বজায় রাখতেও সাহায্য করে।

২) ত্বক উজ্জ্বল করে বেসন। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সরে গেলে স্বাভাবিক ভাবেই ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে। ব্রণ বা মেচেতার দাগ থাকলেও ধীরে ধীরে তা মিলিয়ে যায়।

Advertisement

৩) বাড়িতে বেসন থাকতে দাম দিয়ে ‘পোর্‌স টাইটেনিং’ টোনার বা প্যাক কিনতে যাবেন কেন? বেসনের সঙ্গে দুধ বা টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক। সপ্তাহে অন্তত দু’-তিন নিয়ম করে এই প্যাক মাখুন। ওপেন পোর্‌সের সমস্যা অনেকটা সামাল দেওয়া যাবে।

৪) মুখ ব্রণয় ভরে গিয়েছে মানেই অতিরিক্ত সেবাম ক্ষরণ হচ্ছে। বাইরে থেকে সেই তেল শুষে নিতে পারে বেসন। ফেসওয়াশের বদলে দু’বেলা বেসন দিয়ে মুখ ধুয়ে দেখতে পারেন। ত্বক শুষ্কও হবে না, আবার তেলের বন্যাও বইবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement