Using Clove Water on Scalp

হেঁশেলে লবঙ্গ আছে? ব্যস! চুলের সব সমস্যার সমাধান করবে এই মশলাটি, কী ভাবে মাখবেন?

কেশচর্চা শিল্পীরা বলছেন, লবঙ্গ চুল ঝরা রুখে দিতে পারে। মাথার ত্বকে রক্ত সঞ্চালনও ভাল হয় লবঙ্গের গুণে। ফলে ফলিকলে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১
Share:

লবঙ্গ মাখলে নতুন চুল গজাবে? ছবি: সংগৃহীত।

চুলের তো হাজার একটা সমস্যা। চুল পড়া, খুশকি, মাথার ত্বকের সংক্রমণ— সব কিছুর জন্য আলাদা আলাদা সমাধান খোঁজা দুষ্কর। তার চেয়ে বরং হেঁশেলে খোঁজ করে দেখুন লবঙ্গ আছে কি না। লবঙ্গ চুলের কোন কাজে লাগবে? কেশচর্চা শিল্পীরা বলছেন, এই মশলাটি চুল ঝরা রুখে দিতে পারে। মাথার ত্বকে রক্ত সঞ্চালনও ভাল হয় লবঙ্গের গুণে। ফলে ফলিকলে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকে। লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানও রয়েছে। ফলে খুশকি, মাথার ত্বকে সংক্রমণজনিত সমস্যা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কী ভাবে মাখতে হয়?

Advertisement

কী ভাবে লবঙ্গ ভেজানো জল চুলে মাখবেন?

১) একটি পাত্রে ২ কাপ জল গরম করে নিন।

Advertisement

২) তার মধ্যে ২ টেবিল চামচ লবঙ্গ দিয়ে দিন।

৩) পাঁচ-ছ’মিনিট ভাল করে ফুটিয়ে নিন। জলের রং বদলে যেতে শুরু করবে।

৪) এ বার ৩ থেকে ৪ ঘণ্টা ওই ভাবে রেখে দিন। চাইলে সারা রাত রেখে দিতে পারেন।

৫) জল থেকে লবঙ্গ ছেঁকে তুলে নিন। বায়ুরোধী কাচের পাত্রে ভরে রাখতে পারেন। স্প্রে বোতলেও ভরে রাখা যায় তরলটি।

৬) মাথার ত্বক পরিষ্কার করে চুলের গোড়ায় ভাল করে তা মেখে নিন।

৭) মিনিট দশেক ওই ভাবে রেখে দিন। চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। আবার শ্যাম্পুও করে ফেলতে পারেন। লবঙ্গের নিজস্ব তেল রয়েছে। তাই চুল কিন্তু তেলতেলে হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement