makeup hacks for durga puja

বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখতে বেরোলেও মেকআপ ঘাঁটবে না, মেনে চলুন ৫ কৌশল

পুজোর ক’দিন সাজগোজোর সঙ্গে কোনও রকম আপস নয়। মেকআপও হতে হবে নিখুঁত! তবে বৃষ্টিতে মেকআপ ঘেঁটে যাওয়ার ভয় রয়েছে? বৃষ্টির চিন্তা না করেই জমিয়ে মেকআপ করুন। কিছু টোটকা মেনে মেকআপ করলেই বিগড়ে যাবে না আপনার সাজ!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০০
Share:

বৃষ্টিতে ভিজলেও ঘাঁটবে না রূপটান। ছবি: এআই সহায়তায় প্রণীত।

অষ্টমীর দিন সকাল থেকেই বন্ধুদের সঙ্গে বেরোনোর পরিকল্পনা? বিকেলে আবার পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে খাওয়াদাওয়া! সব প্ল্যানই ভেস্তে যেতে পারে বৃষ্টির জন্য। তাই বলে কি সেজেগুজে ঠাকুর দেখতে যাওয়া হবে না? গাড়িতে চড়ে বেরিয়ে পরলেই হয়। বৃষ্টি পড়লে গাড়িতে থাকুন আর বৃষ্টি না হলে গাড়ি থেকে নেমে ঠাকুর দেখে আসুন।

Advertisement

পুজোর ক’দিন সাজগোজোর সঙ্গে কোনও রকম আপস নয়। মেকআপও হতে হবে নিখুঁত! তবে বৃষ্টিতে মেকআপ ঘেঁটে যাওয়ার ভয় রয়েছে? বৃষ্টির চিন্তা না করেই জমিয়ে মেকআপ করুন। কিছু টোটকা মেনে মেকআপ করলেই বিগড়ে যাবে না আপনার সাজ!

১) মেকআপ শুরু করার মিনিট পাঁচেক আগে গোলাপ জল দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।

Advertisement

২) এ বার একটি বড় পাত্রে বরফ জল নিয়ে তোয়ালে ভিজিয়ে ভাল করে চিপে নিয়ে মুখের উপর মিনিট দুয়েক রাখুন। এই প্রক্রিয়াটি করলে আপনার ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে ঘাম ও তেলের নিঃসরণ কম হয়।

৩) আপনি যদি চান, মেকআপ জলে না ঘেঁটে যাক, তা হলে সাধারণ ময়েশ্চারাইজ়ারের পরিবর্তে জেল ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। তার পরে ব্যবহার করুন প্রাইমার। আর কনসিলার দিয়ে মুখের কালচে অংশগুলিকে ঢেকে দিন।

৪) এ বার ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন। ঠান্ডা জলে মেক আপ স্পঞ্জ ডুবিয়ে সেই স্পঞ্জ দিয়ে সারা মুখে ফাউন্ডেশন ভাল ভাবে লাগিয়ে দিন। আবার সেটিং পাউডার দিয়ে ভাল করে ফাউন্ডেশনটি সেট করুন। সেটিং স্প্রে ব্যবহার করে আবার স্পঞ্জ দিয়ে ভাল করে বেস মেকআপটি লক করুন।

৫) নিজের পোশাকের সঙ্গে মানানসই আই মেকআপ করুন। ওয়াটার প্রুফ মাস্কারা ব্যবহার করুন। কাজলের ক্ষেত্রেও ওয়াটার প্রুফ কাজল ব্যবহার করুন। আর একান্তই না থাকলে, জেল কাজল ব্যবহার করে তার উপর কালো আইশ্যাডো ব্যবহার করুন। তা হলে আর কাজল ঘেঁটে যাওয়ার ভয় থাকবে না। ঠোঁটের মেকআপের সময়েও সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে গ্লসি লিপস্টিক নয়, ম্যাট লিপস্টিক লাগাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement