quick glow facepack

আধ ঘণ্টায় ফিরবে পার্লারের ফেশিয়ালের ঔজ্জ্বল্য! রান্নাঘর থেকেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক

ফেশিয়াল করানোর পরে যে ঔজ্জ্বল্য এসেছিল ত্বকে, তা ধুলোয়, দূষণে নষ্ট হয়েছে। ঠাকুর দেখতে বেরনোর আগে তাই চট করে ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে আধ ঘণ্টার মধ্যে করে ফেলুন ফেশিয়াল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৯:০৩
Share:

ছবি: সংগৃহীত।

এক ঘণ্টা পরেই ঠাকুর দেখতে বেরনো। এ বছরের পুজোর শেষ দিনের ঘোরাঘুরি। আবার এমন সুযোগ হবে পরের বছর। কিন্তু গত কয়েক দিনের দিন রাত ঘোরাঘুরিতে রোদে পুড়ে ত্বকের বারোটা পাঁচ। ফেশিয়াল করানোর পরে যে ঔজ্জ্বল্য এসেছিল ত্বকে, তা ধুলোয়, দূষণে নষ্ট হয়েছে। নবমীর রাতে ঠাকুর দেখতে বেরনোর আগে তাই চট করে ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে আধ ঘণ্টার মধ্যে করে ফেলুন ফেশিয়াল। দেখবেন যখন সেজেগুজে বেরোবেন, তখন আপনার ত্বক দেখে সবাই বলবে পার্লার থেকে ঘুরে এসেছেন সদ্য।

Advertisement

১. বেসন, হলুদ ও দইয়ের ফেস প্যাক

ত্বকে ঔজ্জ্বল্য আনার ক্ষেত্রে সব থেকে কার্যকরী ফেসপ্যাক এটি। কারণ এটি একাধারে ত্বকের মৃতকোষ দূর করে, ত্বককে পরিষ্কার করে, প্রদাহজনিত ফোলাভাব বা লালচে ভাব কমায়, সেই সঙ্গে ত্বককে ভিতর থেকে পুষ্টি এবং আর্দ্রতা জুগিয়ে প্রাকৃতিক ঔজ্জ্বল্যও আনে।

Advertisement

উপাদান: ১ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ টক দই বা দুধ, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ মধু।

সব উপাদান একটি পাত্রে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও ঘাড়ে ভালো করে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি কিছুটা শুকিয়ে গেলে হালকা হাতে জল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। তার পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

২. মধু ও লেবুর ফেস প্যাক

এই প্যাকটি দ্রুত ত্বককে উজ্জ্বল ও টানটান করে তুলতে সাহায্য করে। মধু ত্বকে আর্দ্রতা জোগায়, লেবু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। তবে সংবেদনশীল ত্বক বা রোদে পুড়ে যাওয়া ত্বকে এই প্যাক সাবধানে ব্যবহার করা উচিত।

উপাদান: ১ টেবিল চামচ মধু,১/২ চা চামচ লেবুর রস

মধু এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তার পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।

৩. পেঁপে ও কলা ফেস প্যাক

পেঁপেতে থাকা এনজাইম দ্রুত ত্বককে মৃতকোষ মুক্ত করে ভিতর থেকে পরিচ্ছন্ন করে তোলে এবং তাৎক্ষণিক ঔজ্জ্বল্য এনে দেয়।

উপাদান: ১ টেবিল চামচ পাকা পেঁপের শাঁস এবং ১ টেবিল চামচ পাকা কলার শাঁস ও ১/২ চা চামচ মধু।

সব উপাদান একসাথে চটকে বা মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার ওই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

সতর্কতা

১। যেকোনো নতুন প্যাক ব্যবহারের আগে কানের পিছনে বা কনুইতে অল্প পরিমাণে লাগিয়ে পরীক্ষা করে নিন।

২। প্যাক লাগানোর আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

৩। প্যাক তোলার পর মুখে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৪। লেবুর রসের প্যাক ব্যবহার করলে তার ২৪ ঘণ্টার মধ্যে রোদে বের হওয়া উচিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement