Lemon Usage For Hair

চুলের জন্য পাতিলেবু ভাল, তার খোসাও উপকারী, তবে মাখার ভুলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে

পাতিলেবু, লেবুর খোসা দুইই ব্যবহার করা যায় চুলের যত্নে। তবে ব্যবহারের সঠিক পদ্ধতি জানা প্রয়োজন। কী ভাবে মাখবেন লেবুর রস এবং খোসা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০
Share:

কেশচর্চায় পাতিলেবুর রস মাখেন? ব্যবহারের নিয়ম জানেন তো? ছবি:ফ্রিপিক।

খুশকির সমস্যা! চুলে পাতিলেবুর রস মাখুন। এমন টোটকা বাতলান অনেকেই। কেউ বলেন, তৈলাক্ত চুলে জেল্লা ফেরাতেও লেবুর রসই যথেষ্ট।

Advertisement

কথাগুলি যে ভুল, তা কিন্তু নয়। সেই কবে থেকে কেশচর্চায় পাতিলেবুর ব্যবহার হয়ে আসছে। ভিটামিন সি, বি৬, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর পাতিলেবু। একই উপাদান মেলে এর খোসাতেও। চুলের যত্নে দুই-ই উপকারী। কিন্তু প্রশ্ন হল তা মাখবেন কী ভাবে? অনেকে বলেন, খুশকি হলে পাতিলেবুর রস তুলো বা আঙুলের সাহায্যে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। বেশ কিছু ক্ষণ পরে ধুয়ে ফেললেই হবে। কিন্তু এটাই কি সঠিক পন্থা?

ত্বক এবং চুল নিয়ে চর্চাকারীরা বলছেন, পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। সরাসরি মাথার ত্বকের সংস্পর্শে এলে তা থেকে প্রদাহ হতে পারে। তাই লেবুর রস মাখতে হবে কোনও কিছুর সঙ্গে মিশিয়ে। বিশেষত স্পর্শকাতর ত্বকের ধরন হলে, কোনও ভাবেই তা সরাসরি ব্যবহার করা যাবে না।

Advertisement

কী ভাবে ব্যবহার করবেন?

চুলের দৈর্ঘ্য অনুযায়ী জল বা লেবুর মাপ ঠিক করতে হবে। যতটা জল নেওয়া হবে, তার অর্ধেক বা তার চেয়ে একটু কম পাতিলেবুর রস মিশিয়ে নেওয়া দরকার। খুশকি হোক বা চুল পড়া, সমস্যার সমাধানে জল অথবা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লেবুর রস মাখতে পারেন।

পদ্ধতি

মিশ্রণটি চুলের গোড়ায় আঙুলের সাহায্যে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন ৫ মিনিট। এতে যেমন মাথার ত্বক পরিষ্কার হবে, তেমনই রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যা চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করবে। গোড়া শক্ত হলেই চুল ঝরা বন্ধ হবে।

লেবুর রস মালিশের পর সেটি মিনিট ১০ রাখলেই যথেষ্ট। যে হেতু লেবুর রসে অ্যাসিড থাকে, এর বেশি সময় রাখলে মাথার ত্বকের ক্ষতি হতে পারে।

লেবুর খোসার গুণও কম নয়

ফেলে না দিয়ে চুলের যত্নে কাজে লাগাতে পারেন খোসাটিও। পাতিলেবু এবং তার খোসা মাথার ত্বকের পিএইচ-এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খুশকি দূর করে। চুলের জেল্লা বাড়াতেও তা সহায়ক।

কী ভাবে মাখবেন?

লেবুর খোসা গ্রেট করে নিয়ে পছন্দের কোনও তেলে ভিজিয়ে রাখুন। অলিড অয়েল, কাঠবাদামের তেল, নারকেল তেল— যেটা আপনার চুলের জন্য উপযোগী, সেটাই বেছে নিন। শিশিতে তেল নিয়ে লেবুর খোসা ভিজিয়ে অন্ধকার কোনও জায়গায় সপ্তাহ দুয়েক রেখে দিলেই লেবুর খোসার নির্যাস তাতে যুক্ত হবে। তার পর তেলটি ছেঁকে সারা সপ্তাহ মাখতে পারেন। এই তেল সপ্তাহে দু’থেকে তিন দিন মালিশ করে, আধ ঘণ্টা মাথায় রেখে চুলে শ্যাম্পু করে নিলেও ফল মিলবে।

মাস্ক

লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাস্ক হিসাবেও মাখা যায়। প্রাকৃতিক উপকরণে তৈরি মাস্কে মিশিয়ে নিতে পারেন পাতিলেবুর রসও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement