Right Hair Brush for All Hair Type

বড় দাঁতের চিরুনি না কি ব্রাশ, কী দিয়ে মাথা আঁচড়ান? চুলের সর্বনাশ হচ্ছে অজান্তেই! সঠিকটি বেছে নিন

চুল আঁচড়ানোর ছোটখাটো ভুলের জন্য চুলের ক্ষতি হয়। ভুল ব্রাশ বা চিরুনি ব্যবহারের জন্য চুলের স্বাস্থ্যের অবনতি হয়। এই যে চারদিক থেকে একই প্রশ্ন এত লোকের মুখে, ‘‘এত চুল ঝরছে কেন?’’ তার উত্তর খানিক এতেও লুকিয়ে। চুলের ধরন বুঝে চিরুনি ব্যবহার করা উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৩:৪০
Share:

কোন ধরনের চিরুনি ব্যবহার করা উচিত আপনার? ছবি: সংগৃহীত।

যখন যেটি হাতের কাছে পান, সেই চিরুনি দিয়েই চুল আঁচড়ান? ডাঁটি হোক বা ব্রিস্‌ল, কী যায়-আসে বলুন? চুলের জট ছাড়ানোর জন্য যে কোনও কিছু চলতে পারে— এই ধারণাই সম্পূর্ণ ভুল। এই যে চারদিক থেকে একই প্রশ্ন এত লোকের মুখে, ‘‘এত চুল ঝরছে কেন?’’ তার উত্তর খানিক এতেও লুকিয়ে। চুলের ধরন বুঝে চিরুনি ব্যবহার করা উচিত। নয়তো নীরবে ক্ষতি হতে পারে আপনারই। একটি ভাল ব্রাশ বা চিরুনি আপনার চুলের কিউটিকল বন্ধ করতে, ভাল স্টাইল করতে এবং এর চুলের মাঝেমাঝে ব্যবধান এবং সিঁথির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

Advertisement

চুলের ধরন অনুযায়ী সঠিক হেয়ারব্রাশ বা চিরুনি ব্যবহার করাও অত্যন্ত জরুরি

ঘন, লম্বা বা পাতলা চুল: ঘন হোক বা পাতলা, লম্বা ঢেউখেলানো চুল থাকলে প্যাড্‌ল ব্রাশ ব্যবহার করুন। বড় বা ছোট, যা হোক। চিরুনির বদলে বা অন্যান্য ব্রাশের বদলে সবচেয়ে সহজলভ্য প্যাড্‌ল ব্রাশ আপনার চুলের জন্য উপযুক্ত। তবে ধরা যাক, আপনি নতুন হেয়ারকাট করেছেন, সে ক্ষেত্রে গোল ব্রাশ ব্যবহার করা যায় চুলের নতুন কায়দা রক্ষা করার জন্য।

Advertisement

সবচেয়ে সুবিধাজনক, নিরাপদ ব্রাশ বা চিরুনি কোনটি? ছবি: সংগৃহীত।

কোঁকড়া চুল: যদি আপনার চুল কোঁকড়া হয়, তাহলে কোনও ধরনের হেয়ারব্রাশ ব্যবহার করা উচিত নয়। স্নানের পর যখন চুল হালকা ভেজা থাকে, তখনই বড় বা চওড়া দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ানো উচিত। যদি গোটা মাথাতেই জট পাকিয়ে যায়, তা হলে চুলের মাঝখান থেকে জট ছাড়ানো শুরু করতে হবে। ধীরে ধীরে আগা পর্যন্ত পৌঁছোতে হবে।

স্ট্রেট চুল: স্ট্রেট বা সোজা চুলের জন্য সবচেয়ে কার্যকরী হল, প্যাড্ল ব্রাশ। চুলে ভাঙন ধরার সমস্যা থাকলে প্যাড্ল ব্রাশ সাবধানে আঁচড়ানোর জন্য উপযুক্ত।

সবচেয়ে সুবিধাজনক, নিরাপদ ব্রাশ বা চিরুনি কোনটি? কী ভাবে আঁচড়ালে চুল ঝরবে কম?

প্যাড্‌ল ব্রাশ সব দিক থেকে ভাল। তবে মাথায় রাখতে হবে, শুকনো, শুষ্ক চুলে জট পেকে গিয়ে থাকলে সেই অবস্থায় জট ছাড়ানো উচিত নয়। তাতে চুল আরও ভেঙে যেতে পারে। ঝরে পড়তে পারে। তাই চুল সামান্য ভেজা থাকলে জট ছাড়ানো ভাল। নিয়মিত লিভ-ইন কন্ডিশনার মেখে রাখলে জট প়ড়ার সমস্যা কমে। আর যদি জট পড়েও, তা ছাড়ানো সহজ হয়ে যায়। তা ছাড়া আঁচড়ানোর ছোটখাটো ভুলের জন্য চুলের ক্ষতি হয়। ঠিক যেমন, গোড়া থেকে চুল না আঁচড়ে মাঝখান থেকে শুরু করে আগা পর্যন্ত আঁচড়ানো উচিত। বিশেষ করে কোঁকড়ানো চুলের জন্য এই ক্রম মেনে চলা উচিত এবং চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করা ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement