Tips to Remove Tanned Spot from Hand

পুজোয় স্লিভলেস পোশাক পরবেন? কিন্তু হাতে রোদে পোড়া কালচে ছোপ তুলবেন কী ভাবে? ৩ উপায় জেনে নিন

মুখের ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে নয় ফেশিয়াল করানোর কথা ভেবে রেখেছেন। কিন্তু হাতের ত্বকের ঔজ্জ্বল্য ফেরাবেন কী ভাবে? হাতে আর দশ দিন সময়। চেষ্টা করলে ঘরোয়া উপায়েই এই দশ দিনে ফেরাতে পারেন ত্বকের উজ্জ্বল ভাব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৪
Share:

ছবি : সংগৃহীত।

পুজোয় হল্টারনেক ড্রেস পরবেন বলে ঠিক করেছেন। এ দিকে হাতের ত্বক রোদে পুড়ে বাদামি! নতুন পেশাক পরে আয়নার দিকে তাকিয়ে ট্যান হয়ে যাওয়া ত্বকের দিকেই চোখ পড়ছে বেশি। কী করবেন?

Advertisement

মুখের ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে নয় ফেশিয়াল করানোর কথা ভেবে রেখেছেন। কিন্তু হাতের ত্বকের ঔজ্জ্বল্য ফেরাবেন কী ভাবে? হাতে আর দশ দিন সময়। চেষ্টা করলে ঘরোয়া উপায়েই এই দশ দিনে ফেরাতে পারেন ত্বকের উজ্জ্বল ভাব।

১. লেবু এবং চিনির স্ক্রাব

Advertisement

উপকরণ: ১ চামচ লেবুর রস, ১ চামচ চিনি এবং ১ চামচ মধু।

প্রণালী: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হাতে আলতো করে ঘষুন। ৫-১০ মিনিট স্ক্রাব করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন। এই মাস্কটি ত্বককে উজ্জ্বল করতে এবং মৃতকোষ দূর করতে সাহায্য করে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে।

২. আলু এবং দুধের মাস্ক

উপকরণ: ১টি মাঝারি আকারের আলুর রস এবং ২ চামচ কাঁচা দুধ।

প্রণালী: আলুর রস এবং দুধ ভালো করে মিশিয়ে হাতে লাগান। ১৫-২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে এই মাস্কটি ব্যবহার করতে পারেন। আলুতে ক্যাটেকোলেজ নামক এনজাইম থাকে যা ত্বকের কালচে দাগ হালকা করতে সাহায্য করে। দুধ ত্বককে নরম ও মসৃণ করে।

৩. টক দই এবং হলুদের মাস্ক

উপকরণ: ২ চামচ টক দই, ১/২ চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ বেসন।

প্রণালী: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি হাতে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করা যেতে পারে। হলুদ ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে এবং ট্যান দূর করতে দারুণ কার্যকর। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে এবং কালচে ভাব কমায়।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement