Coconut Water for beauty care

নারকেলের জল দিয়ে হতে পারে নানা রকমের রূপচর্চা! তিনটি ব্যবহার জেনে নিন

বহু প্রসাধনী পণ্যেই তাই ডাবের জল, ডাবের শাঁস ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু খাঁটি জিনিসটিই যেখানে হাত বাড়ালে পাওয়া যাবে, সেখানে প্রক্রিয়াজাত জিনিস চাইলে এড়াতেও পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:১৯
Share:

ছবি : সংগৃহীত।

নারকেলের জল বা ডাবের জল সুস্বাদু। তবে তা দিয়ে নানারকম রূপচর্চার কাজও হতে পারে। ইদানীং সকলেই প্রসাধনীর জিনিসে রাসায়নিক এড়াতে চাইছেন। বহু প্রসাধনী পণ্যেই তাই ডাবের জল, ডাবের শাঁস ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু খাঁটি জিনিসটিই যেখানে হাত বাড়ালে পাওয়া যাবে, সেখানে প্রক্রিয়াজাত জিনিস এড়াতে চাইলে এড়াতেই পারেন। ডাবের জল দিয়ে তেমনই কিছু রূপচর্চার উপায় জেনে নিন।

Advertisement

১। হেয়ার রিন্স: চুলে বাড়তি ঝলমলে ভাবের জন্য এবং আর্দ্রতা আনতে অনেকেই শ্যাম্পু করার পরে হেয়ার রিন্স ব্যবহার করেন। বাজার চলতি হেয়ার রিন্সের বদলে শ্যাম্পু করার পরে ডাবের জল দিয়ে ভিজে চুল ধুয়ে নিতে পারেন। এতে যেমন চুল পুষ্টি পাবে, তেমনই মাথার ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

২। চুলের মাস্ক: ডাবে জলের সঙ্গে মধু মিশিয়ে অথবা দই মিশিয়ে সেই মিশ্রণ চুলে ভাল ভাবে লাগিয়ে রেখে দিন ২০-৩০ মিনিট। তার পরে রাসায়নিক বর্জিত শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisement

৩। চুলের স্প্রে: ডাবের জলের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল বা রোজ়মেরি অয়েল মিশিয়ে স্প্রে বটলে ভরে চুলে স্প্রে করুন। যাঁদের চুলে আর্দ্রতা নষ্ট হয়ে যায়, শুষ্কতার জন্য উসকোখুশকো হয়ে থাকে। তাঁরা সারা দিনে বেশ কয়েক বার চুলে ওই স্প্রে ব্যবহার করতে পারেন।

৪। টোনার: ডাবের জল ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তার পরে তুলোয় ভিজিয়ে থুপে থুপে মুখের ত্বকে লাগান। কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে কাজে লাগে। ত্বককে টানটান রাখে।

৫। মুখের মাস্ক: ডাবের জলের সঙ্গে অল্প হলুদ আর মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে সেটির আস্তরণ লাগিয়ে রাখুন মুখে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্রণপ্রবণ ত্বক ভাল রাখতে এটি কার্যকরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement