Hand Care Tips

হাতের ত্বক খসখসে হয়ে যাচ্ছে! কোন উপায়ে সহজেই নরম এবং মসৃণ হবে?

মুখের মতো কি হাতের ত্বকেও মাস্ক বা প্যাক মাখা যায়? কী ভাবে ত্বকের যত্ন নিলে হাতের ত্বক হবে তেলা এবং নরম। রইল কিছু টোটকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ২০:১৬
Share:

ছবি : সংগৃহীত।

সবার আগে নজর পড়ে মুখে। তাই সবাই নিজের মুখটিকেই সাজিয়ে রাখতে ভালবাসেন। মুখের ত্বকের পরিচর্যা করেন। কিন্তু মুখোমুখি বসে বা দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলার সময়ে সামনের মানুষটির হাতের দিকেও নজর যায়। সেই হাত যদি হয় খসখসে, তার ত্বকে যদি থাকে বলিরেখা বা অজস্র সূক্ষ্মরেখা। তবে তা দেখতে তত ভাল নাও লাগতে পারে।

Advertisement

মুখের মতো কি হাতের ত্বকেও মাস্ক বা প্যাক মাখা যায়? কী ভাবে ত্বকের যত্ন নিলে হাতের ত্বক হবে তেলা এবং নরম। রইল কিছু টোটকা।

১. তেল মালিশ

Advertisement

নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল হাতে নরম এবং তেলাভাব ফিরিয়ে আনতে কার্যকরী। রাতে ঘুমানোর আগে যেকোনও একটি তেল বা তিনটি তেলই সমপরিমাণে মিশিয়ে হাতে মালিশ করুন। এই তেলে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই থাকায় তা ত্বককে নিরাময় করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

২. মধু এবং অলিভ অয়েলের মাস্ক

মধুর প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ক্ষমতা ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে নরম রাখতে সাহায্য করে। অলিভ অয়েলে থাকা ভিটামিন ই-ও ত্বকের ক্ষতি মেরামত করে তাকে নতুনের মতো করে তোলে। কয়েক ফোঁটা মধু এবং সমপরিমাণ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে হাতে ভাল ভাবে মাসাজ করে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যে ত্বক কোমল ও মসৃণ হবে।৩. মৃত কোষ দূর করা

অনেক সময় হাতের চামড়ায় জমা মৃতকোষ থেকেও ত্বক শুষ্ক হতে পারে। সেই মৃতকোষ সরিয়ে দিলেও ত্বক নরম হয়। তবে এক্ষেত্রে ত্বক যদি খুব স্পর্শকাতর হয় তবে স্ক্রাবের ব্যবহার এড়িয়ে চলাই ভাল। না হলে স্ক্রাবার ব্যবহার করতে পারেন।

১ টেবিল চামচ চিনি বা নুনের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং সামান্য লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মিশ্রণটি হাতে আলতোভাবে ঘষে ঘষে লাগান। ২-৩ মিনিট পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।৪. অ্যালোভেরা জেল

ত্বকের রুক্ষ ভাব থেকে জ্বালা করলে অ্যালোভেরা জেল কাজে আসতে পারে। এটি ত্বককে আর্দ্র করার পাশাপাশি এবং আরামও দেয়।

৫. জল খাওয়া

ত্বকে খসখসে ভাব হওয়ার একটি বড় কারণ অধিকাংশ ক্ষেত্রেই হয় শরীরের আর্দ্রতা নষ্ট হয়ে যাওয়া। সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শরীর আর্দ্র থাকলে ত্বকের শুষ্ক ভাব কমে যায়। এ ছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান। যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

সতর্কতা

তবে হাতের ত্বকে খসখসে ভাব, চামড়া উঠে যাওয়া, জ্বালাভাব হলে তার অন্য শারীরিক কারণও থাকতে পারে। সেক্ষেত্রে, ত্বকের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement