লিপস্টিক পরার কায়দা শিখুন। ছবি: সংগৃহীত।
তেল, মোম এবং রঞ্জক পদার্থের মিশ্রণে তৈরি হয় লিপস্টিক। উপকরণ দেখেই বোঝা যায়, ঠোঁটে এঁটে বসে থাকার বদলে বার বার পিছলে যাওয়াটাই স্বাভাবিক। এ দিকে সাজ ধরে রাখতে ঠোঁটের রঙের চ্যুতি ঘটলেও যে চলবে না! সে ক্ষেত্রে সাজ অটুট রাখার জন্য কোন কায়দায় অবাধ্য লিপস্টিককে বাধ্য বানানো যায়? কাজে আসতে পারে বিশেষ এক পন্থা— ‘ট্রান্সলুসেন্ট পাউডার প্রেস অ্যান্ড রোল’। এই কৌশলে মাত্র কয়েক ধাপেই নিজের লিপস্টিকে দৃঢ় ভাব আনতে পারেন। ঠোঁট উজ্জ্বল দেখানোর পাশাপাশি ঝক্কিও কম পোহাতে হবে।
লিপস্টিক যেন রেখা পার না করে। ছবি: সংগৃহীত।
পদ্ধতি শিখে নিন ধাপে ধাপে—
১. কোনও পুরনো লিপস্টিক বা গ্লস থাকলে, তা মুছে ফেলুন।
২. মৃদু এক্সফোলিয়েটর ব্যবহার করে পরিষ্কার করে ফেলুন ঠোঁট।
৩. খানিক ক্ষণের জন্য হালকা লিপ বাম মেখে রাখুন।
৪. ঠোঁট নরম হলে বাম মুছে নিন, যেন কোনও পিচ্ছিল ভাব না থাকে।
৫. লিপ লাইনার ব্যবহার করে ঠোঁটের প্রান্তগুলিকে এঁকে নিন।
৬. এ বার হালকা করে লিপস্টিক মেখে নিন ঠোঁটের ভিতরে।
৭. নরম টিস্যু দিয়ে ব্লট করে নিন। অর্থাৎ উপরের এবং নীচের ঠোঁট টিস্যুতে চেপে নিন।
৮. আইশ্যাডো ব্রাশ বা পাফের উপর অল্প একটু ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে ঠোঁটে চেপে লাগিয়ে নিন।
৯. নরম টিস্যুর সাহায্যে আলতো চাপ দিয়ে অতিরিক্ত পাউডার তুলে নিন। কিন্তু সেখানেই একটি ছোট্ট কায়দার প্রয়োজন। টিস্যু দিয়ে কেবল চাপ দিলে হবে না। হালকা করে গোল গোল ঘুরিয়ে নিতে হবে।
এতে রং ফ্যাকাশেও হবে না, ঠোঁটের প্রান্ত থেকে বেরিয়েও যাবে না। এ ভাবেই প্রস্তুত করতে পারেন নিখুঁত ওষ্ঠাধর সজ্জা। তবে এই সাজের খানিক ক্ষণ পর পর্যন্ত কোনও খাবার না খেলেই ভাল। তাতে রং বসার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে।