Heat-Proof Makeup Tips

রোদে গলে গলে পড়ে মেকআপ? কোনটির পর কোনটি মাখলে ঘেঁটে যাবে না সাজ? রয়েছে সহজ কৌশল

গরমে মেকআপ গলে জল হয়ে যায় প্রায়শই? প্যাচপেচে আবহাওয়ায় সঠিক সামগ্রী থাকলে এবং বুদ্ধি করে লেয়ারিং করতে জানলেই সমস্যা থেকে মুক্তি। সারা দিন মেকআপ থাকবে টাটকা, সতেজ। আপনার সাজও হবে নজরকাড়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৬:০০
Share:

ঘণ্টার পর ঘণ্টা টিকে থাকবে মেকআপ, রইল টিপ্‌স। ছবি: সংগৃহীত।

রোজ সকালে রোদে পুড়ে কাজে যান। রাস্তাতেই মেকআপ গলে জল হয়ে যায় প্রায়শই। বাধ না মানা ঘামের স্রোতে প্রাইমার, ফাউন্ডেশন, কাজলের অবস্থা খারাপ হয়ে যায়। তবে তা ছাড়া ঘাম মুছতে গিয়ে লিপস্টিকের দফারফা করে ফেলেন নিশ্চয়ই? গ্রীষ্মের সময়ে কি তবে মেকআপ করার সিদ্ধান্তই ভুল? একেবারেই নয়। এখন এত শত সামগ্রী আবিষ্কার হওয়ার পর ঘামের মোকাবিলা করা ততও কঠিন নয়। কেবল জানতে হবে সাজ-কৌশল।

Advertisement

১। শুষ্ক ত্বকে নয়, হাইড্রেটেড ত্বকেই সব সময়ে মেকআপ ভাল বসতে পারে। তাই মেকআপ শুরু করার আগে ত্বকে হালকা ময়েশ্চারাইজ়ার মেখে নেবেন, যেটিতে সানস্ক্রিনের বৈশিষ্ট্য রয়েছে। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন বাধ্যতামূলক।

২। এই ময়েশ্চারাইজ়ারটি ত্বকে পুরোপুরি বসে যাওয়ার পরে এসপিএফ-যুক্ত ম্যাটিফায়িং বা গ্রিপিং প্রাইমার মেখে নিন। অতিরিক্ত তেল থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে এটি। মেকআপ যাতে সরে না যায়, তার জন্য এই ধরনের প্রাইমার অপরিহার্য।

Advertisement

পশ্চিমবঙ্গে থাকলে আপনার সাজের সামগ্রীর সব কিছুই যেন আর্দ্র এবং উচ্চ তাপমাত্রার মোকাবিলা করতে পারে। ছবি: সংগৃহীত।

৩। এর পর হালকা বিবি ক্রিম প্রয়োগ করুন ত্বকে। বিবি ক্রিমের বদলে মুখে বিল্ডেবল ম্যাট-ফিনিশের ফাউন্ডেশনও মাখতে পারেন। অথবা এসপিএফ-যুক্ত টিন্টেড ময়েশ্চারাইজ়ারও ব্যবহার করতে পারেন এই স্তরে। ক্রিম ফাউন্ডেশনের বদলে পাউডার বা কম্প্যাক্ট ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। এগুলি ভাল করে সেট না হলে ক্রিম ব্লাশ এবং হাইলাইটারগুলি গরমে গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

৪। ক্রিমগুলি যাতে ঠিক ভাবে মুখে বসতে পারে, তার জন্য ক্রিম-টু-পাউডার ফর্মুলা ব্যবহার করুন বা ক্রিমের উপরে পাউডার মাখুন।

৫। সব পণ্যই যেন ওয়াটারপ্রুফ হয়। ভ্রুর জেল হোক, মাস্কারা বা আইলাইনার, সবই স্মাজ-প্রুফ দেখে কেনা উচিত। পশ্চিমবঙ্গে থাকলে আপনার সাজের সামগ্রীর সব কিছুই যেন আর্দ্র এবং উচ্চ তাপমাত্রার মোকাবিলা করতে পারে। নয়তো ঘামের সঙ্গে উঠে যাবে সাজ।

৬। মেকআপের শেষে সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করুন। কয়েক ছিটে স্প্রেতেই মেকআপ বসে যাবে। ঘণ্টার পর ঘণ্টা তাজা, টাটকা দেখাবে সাজ।

৭। ফেস মিস্টের সাহায্যে মেকআপ ঝকঝকে এবং কোমল রাখতে পারবেন।

৮। গরমের সময়ে চকচকে লিপস্টিক এড়িয়ে চলুন। আর্দ্র আবহাওয়ায় চকচকে লিপস্টিক দ্রুত গলে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। ম্যাট লিকুইড লিপস্টিক ব্যবহার করুন, যা সারা দিন ঠোঁটে বসে থাকবে। লিপস্টিকের নীচে অল্প একটু লিপবাম মেখে নিলে ঠোঁট হাইড্রেটেড থাকবে, একই সঙ্গে ঠোঁটের রঙের মেয়াদও নষ্ট হবে না।

প্যাচপেচে আবহাওয়ায় সঠিক সামগ্রী থাকলে এবং বুদ্ধি করে লেয়ারিং করতে জানলেই সমস্যা থেকে মুক্তি। সারা দিন মেকআপ থাকবে টাটকা, সতেজ। আপনার সাজও নজরকাড়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement