Homemade Cleanser

দিনের শেষে মেকআপ তুলে ফেলাও জরুরি, ফেসওয়াশ ফুরিয়ে গেলে কী করবেন?

মুখ পরিষ্কার করতে গিয়ে দেখলেন, ফেসওয়াশ শেষ। কী ভাবে ত্বক পরিচ্ছন্ন রাখবেন? বাড়িতে কী ভাবে বানাবেন ক্লিন‌জ়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:৫৪
Share:

ফেসওয়াশ ফুরিয়ে গিয়েছে, কী করে মুখ পরিষ্কার করবেন? ছবি:ফ্রিপিক।

পয়লা বৈশাখে দীর্ঘ সময় নিয়ে মেকআপ তো করলেন, দিনের শেষে সে সব তুলে ফেলাও জরুরি। রূপচর্চা শিল্পীরা বার বার বলছেন, এতে যেন কোনও ভুল না হয়। তা হলেই, ত্বকের বারোটা বাজবে।

Advertisement

মেকআপ তোলার ভাল উপায় হল, ‘মাইসেলার ওয়াটার’ বা নারকেল তেল বা কিংবা মেকআপ রিমুভার ব্যবহার করা। কিন্তু, শুধুমাত্র এক ধাপেই মুখের ময়লা পরিষ্কার করা যায় না। মুখ থেকে মেকআপ এবং একই সঙ্গে তেল-ময়লা তুলে ফেলার ভাল উপায় ‘ডবল ক্লিনজিং’। প্রথমে তেল দিয়ে মুখের যাবতীয় ধুলো-ময়লা বা মেকআপের পরত তুলে ফেলতে হয়। তার পর মাইল্ড কোনও ফেসওয়াশ বা ক্লিনজ়ার দিয়ে মুখের অতিরিক্ত তেল তুলে ফেলতে হয়। ফলে ত্বক একেবারে শুষ্ক হয়ে যায় না।

পয়লা বৈশাখের দিনভর ঘোরাঘুরির পরে বাড়ি ফিরে ‘ডবল ক্লিনজিং’ করতে গিয়ে যদি দেখেন, ফেসওয়াশটাই ফুরিয়ে গিয়েছে, তখন কী করবেন? সমাধান খুঁজতে পারেন হেঁশেলেই।

Advertisement

বেসন, দই, মধু: ২ চা চামচ বেসন ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। যোগ করুন কয়েক ফোঁটা মধু। ত্বকের তেল, ময়লা পরিষ্কার করতে বেসন ভীষণ কার্যকর। দই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। মধুকে প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসাবে ধরা হয়। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে মিনিট দুই মাসাজ় করে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন।

ওট্স, দুধ, কফি: ত্বকের ধরন শুষ্ক হোক বা সাধারণ, এটি শুধু মুখ পরিষ্কার করবে না, দীপ্তিও বজায় রাখবে। কফি দিনভর রোদের তাপে কালচে হয়ে যাওয়া মুখে ঔজ্জ্বল্য ফেরাতে পারে নিমেষে। ১ টেবিল চামচ ওট্স গুঁড়ো ২ টেবিল চামচ দুধে গুলে নিন। যোগ করুন ১ চা চামচ কফির গুঁড়ো। সমস্ত উপকরণ মুখে মেখে আলতো চাপ দিয়ে গোল করে ঘষতে থাকুন। তার পর মুখ ধুয়ে নিলেই হবে।

আটা, চালের গুঁড়ো, দুধ: হাতের কাছে আটা থাকলে তা দিয়েও মুখ পরিষ্কার করা যায়। ২ টেবিল চামচ আটার সঙ্গে ১ চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে গুলে নিন। মিশ্রণটি খুব ঘন বা পাতলা, কোনওটাই হবে না। মুখে লাগিয়ে আলতো মাসাজ় করে ধুয়ে ফেলুন।

বাজারচলতি ফেসওয়াশে অনেক সময় ত্বক শুষ্ক হয়ে যায়। ঘরোয়া ক্লিনজ়ার ব্যবহারের সুবিধা হল, প্রয়োজন মতো উপকরণ যোগ বা বাদ দেওয়া যায়। ফলে জিনিসটি ত্বকের জন্য অনেক বেশি উপযোগী হয়ে ওঠে। এতে ক্ষতিকর রাসায়নিকও থাকে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement