ছবি : সংগৃহীত।
ডাবের জল যেমন স্বাস্থ্যের জন্য ভাল, তেমনই তা ত্বকের জন্যও উপকারী। বিশেষ করে নিয়মিত পরিমিত মাপের ডাবের জল খেলে বা মুখে লাগালে তা ত্বকের তারুণ্য ফেরাতে সাহায্য করে বলেও মনে করেন রূপচর্চা শিল্পীরা। তাঁরা বলছেন, ডাবের জলের অনেক উপকার।
১। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
২। এটি ব্রণ কমাতে এবং ত্বকে প্রদাহজনিত যে সমস্ত সমস্যা হয়, তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৩। নারকেলের জলে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট এবং ভিটামিন সি। যা ত্বককে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে মুক্ত করে এবং ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
৪। ত্বকের মধ্যে যে তারুণ্যের টলটলে ভাব থাকে, তা ফিরিয়ে আনতে পারে ডাবের জল এবং ত্বকে টান টান ভাব আনতেও সাহায্য করে ডাবের জল।
কী ভাবে ব্যবহার করবেন?
ডাবের জল ও মধু: ২ টেবিল চামচ নারকেল জল, ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। মুখ পরিষ্কার করে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট রেখে দিন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।ডাবের জল এবং লেবু: ২ টেবিল চামচ নারকেল জল, আধা চা চামচ লেবুর রস এক সঙ্গে মিশিয়ে ত্বকে আলতো হাতে মাসাজ করুন। ১০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
ডাবের জল এবং হলুদের মাস্ক: ১ টেবিল চামচ ডাবের জলের সাথে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। শুষ্ক ত্বক হলে এর সঙ্গে একটু নারকেল তেল মিশিয়ে নিতেপারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন মিনিট ১৫। তার পরে জল দিয়ে ধুয়ে নিন।
ডাবের জল এবং অ্যালোভেরা: ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সাথে আধ কাপ ডাবের জল মিশিয়ে নিন মিক্সিতে। তার পরে সেটি মুখে লাগিয়ে রাখুন মিনিট ১৫। তার পরে ধুয়ে ফেলুন।