পাকা চুলের সমস্যা কমবে বাড়িতে তৈরি হেনা তেলেই। ছবি: সংগৃহীত।
বয়সের চাকা বার্ধক্যের দিকে ছুটবেই। বয়স যে বাড়ছে, তা প্রথম ধরা পড়ে বদলে যাওয়া চুলের রঙে। কিন্তু এখন বার্ধক্যে পৌঁছনোর আগেই চুলে পাক ধরছে। এর কারণ অনেক। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত রাসায়নিক দেওয়া হেয়ার ডাই ব্যবহারের কারণে অকালেই পাক ধরছে চুলে। আর শুধু পাকা চুলের সমস্যাই নয়, চুল অনেক বেশি রুক্ষ ও শুষ্কও হয়ে যাচ্ছে। যদি পাকা চুল ঢাকতেই নয়, তা হলে কেনা হেয়ার ডাই বা পার্লারের রাসায়নিক মেশানো কৃত্রিম রং নয়, বদলে ব্যবহার করতে পারেন বাড়িতে তৈরি হেনা তেল।
সালোঁয় গিয়ে এক বার রং করাতে প্রায় হাজার দুয়েক টাকা খরচ হয়ে যায়। বাড়িতে খরচ কম হলেও সেই সব রাসায়নিক মিশ্রিত রঞ্জনীর জন্য চুলের বারোটা বাজে। হেনা তেল ব্যবহার করলে সেই দিক থেকে আপনার বেশ কিছুটা সাশ্রয় হবে। এই তেলে শুধু পাকা চুল কালো হবে না, চুলের হারানো জেল্লাও ফিরবে। জেনে নিন, কী ভাবে বানাবেন এই তেল।
উপকরণ
১ কাপ নারকেল তেল
২ টেবিল চামচ হেনাগুঁড়ো
১০-১২ টি কারিপাতা
১ টেবিল চামচ মেথি
কী ভাবে বানাবেন?
একটি লোহার কড়াইতে নারকেল তেল গরম করে তাতে একে একে হেনা, কারিপাতা আর মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। মিনিট ১৫ পর তেলের রং বদলে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। তেল ঠান্ডা হয়ে এলে মসলিন কাপড়ে ছেঁকে কাচের শিশিতে ভরে রেখে দিন। সপ্তাহে দু’ থেকে তিন দিন এই তেল ব্যবহার করুন স্নানের ঘণ্টাখানেক আগে। তার পর শ্যাম্পু করে নিতে ভুলবেন না যেন।