Homemade Body Lotion

খসখসে কনুই থেকে ফাটা ঠোঁট, শুষ্ক মুখ, শীতের রুক্ষতার মোকাবিলা করবে ঘরে বানানো বডি লোশনই

শীতের সময়ে ত্বক দ্রুত খসখসে ও নিস্তেজ হয়ে পড়ে। ঘরের কিছু সাধারণ উপাদান মিশিয়ে বানানো যায় বডি লোশন। শিখে নিন পদ্ধতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৩:২০
Share:

বাড়িতে বানানো লোশন মাখতে পারেন শীতে। ছবি: সংগৃহীত।

শীতকাল মানেই রুক্ষতা ও শুষ্কতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই। এই সময়ে বাতাসে আর্দ্রতা কম থাকে বলে ত্বক দ্রুত খসখসে ও নিস্তেজ হয়ে পড়ে। অথচ ঘরেই আছে এমন কিছু সাধারণ উপাদান, যেগুলি মিশিয়ে বানানো যায় বডি লোশন। কারও কারও ক্ষেত্রে দোকানের ক্রিমের চেয়ে বেশি কার্যকরী হয়। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে কোমল ও উজ্জ্বল। শিখে নিন ঘরেই বডি লোশন বানানোর পদ্ধতি।

Advertisement

উপকরণ

২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল

Advertisement

প্রায় অর্ধেক কাপ নারকেল তেল

এক চতুর্থাংশ কাপ আমন্ড অয়েল বা হোহোবা তেল

১-২টি ভিটামিন ই ক্যাপসুল

এক বা দুই চা চামচ গ্লিসারিন (চাইলে না-ও দিতে পারেন)

কয়েক ফোঁটা গোলাপজল

ঘরে বানানো ক্রিম। ছবি: সংগৃহীত।

প্রস্তুতপ্রণালী

প্রথমে একটি পরিষ্কার পাত্রে নারকেল তেল নিন। তেল যদি একটু জমাট বেঁধে থাকে, তবে খুব হালকা আঁচে গরম করে গলিয়ে নিতে হবে। এ বার এই তেলের মধ্যে আমন্ড অয়েল বা হোহোবা তেল যোগ করে ভাল ভাবে মিশিয়ে নিন। তার পর অ্যালো ভেরা জেল যোগ করুন। ধীরে ধীরে নেড়ে এমন অবস্থায় আনতে হবে, যাতে মিশ্রণটি মসৃণ হয়ে যায়। এ বার ভিটামিন ই ক্যাপসুল ছিঁড়ে তার ভিতরের তেল ঢেলে আবার ভাল করে নেড়ে নিন। এতে লোশনের পুষ্টিগুণ আরও বাড়ে। প্রয়োজনে গ্লিসারিন ও গোলাপজল যোগ করতে পারেন। এগুলি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সব উপাদান একবারে ভাল ভাবে মিশে গেলে পরিষ্কার কাচের বোতলে ভরে রাখুন।

ব্যবহারের উপায়

স্নানের পর যখন ত্বক সামান্য ভেজা থাকে, তখন এই লোশন মাখলে ত্বক দ্রুত আর্দ্রতা টেনে নেয়। শীতকালে হাত, পা, কনুই বা ত্বকের যে সব অংশ খুব দ্রুত রুক্ষ হয়ে যায়, সেখানে নিয়মিত লাগাতে হবে। যাঁদের ত্বকে নানাবিধ সমস্যা দেখা দেয়, তাঁর চট করে গোটা মুখে মাখবেন না। আগে হাতে সামান্য অংশে প্রয়োগ করে দেখে নিন, কোনও প্রকার অস্বস্তি হচ্ছে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement