চুল কালো হবে ঘরোয়া প্যাকে। ছবি: সংগৃহীত।
কারও কম বয়স থেকেই চুলে পাক ধরে। কেউ আবার পাকা চুল ঢাকতে চান বটে, তবে রাসায়নিকের ব্যবহার করে নয়। অনেকেই বলেন, চুল কালো করার ডাই ব্যবহার করলে পাকা চুলের সংখ্যা নাকি আরও বেড়ে যায়। সেই ভয়েও চুলে রং মাখাতে চান না অনেকেই। তা হলে সাদা চুল কালো হবে কী করে?
বেছে নিতে পারেন প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ বিশেষ প্যাক। মাখলে পাকা চুল যেমন ঢাকবে তেমনই চুল হবে ঘন। এ জন্য লাগবে আমলকি। ছোট্ট এই ফলটির ভেষজ গুণ অনেক। চুলের যত্নে আমলকির ব্যবহার নতুন নয়। বিভিন্ন ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস। তা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। আমলকিতে রয়েছে ভিটামিন সি। যা কোলাজেন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। অকালপক্বতা দূর করতেও আমলকি বিশেষ কার্যকর।
কী ভাবে বানাবেন প্যাক?
উপকরণ
২ টেবিল চামচ আমলকি গুঁড়ো
১ টেবিল চামচ হেনা
১ টেবিল চামচ কফি গুঁড়ো
১ টেবিল চামচ ইন্ডিগো গুঁড়ো (কালো রঙের জন্য)
১ টেবিল চামচ নারকেল তেল
গরম জল
পদ্ধতি: গরম জলে প্রথমে আমলকির গুঁড়ো ১৫ মিনিট ভিজতে দিন। তার পর বাকি উপকরণ যোগ করুন। সব শেষে দিন নারকেল তেল। দিতে পারেন কয়েক ফোঁটা পাতিলেবুর রস।
ব্যবহার বিধি
চুলে সমস্ত উপকরণ ভাল করে মাখিয়ে নিন। মাথার ত্বক থেকে চুলের আগা পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তার পর ইষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন খুব ভাল করে। সপ্তাহে একদিন বা মাসে ২-৩ দিন ব্যবহার করলে চুল ধীরে ধীরে কালো হবে।