নামমাত্র খরচেই তৈরি হবে প্রাকৃতিক শ্যাম্পু। ছবি: এআই।
মাথার ত্বক পরিষ্কার করতে শ্যাম্পুর চেয়ে ভাল আর কীই বা আছে? তা ছাড়া তেলতেলে চুল নিয়ে বাইরে যাওয়া বেশ অস্বস্তিকর। কিন্তু শ্যাম্পুর মধ্যে তো নানা রকম রাসায়নিক থাকে। রোজ শ্যাম্পু করলে মাথার ত্বকের পিএইচের সমতা নষ্ট হয়। চুলও রুক্ষ হয়ে পড়তে পারে। তবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বিশেষ শ্যাম্পু ব্যবহার করলে সে ভয় থাকে না। চুলের যত্নে রিঠা, আমলকির মতো ভেষজের ব্যবহার নতুন নয়। এই উপকরণগুলি দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন প্রাকৃতিক শ্যাম্পু। জেনে নিন কী ভাবে সেই শ্যাম্পু তৈরি করতে হয়।
উপকরণ:
১২-১৫টি রিঠা
আধ কাপ আমলকি কুচি
২ টেবিল চামচ অ্যালো ভেরার শাঁস
১ টেবিল চামচ মেথি
৪-৫টি জবাপাতা
পদ্ধতি:
একটি বড় পাত্রে ১ লিটার জল নিয়ে সব উপকরণ মিশিয়ে দিন। এ বার ২০ মিনিট ফুটিয়ে নিন। জল প্রায় অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ভাল করে চটকে নিন। এ বার মিশ্রণটি ভাল করে ছেঁকে নিয়ে একটি বোতলে ভরে নিন। ফ্রিজে রেখে দিলে মাস খানেক এই শ্যাম্পু ব্যবহার করতে পারবেন।