নাকের উপরে জমা হচ্ছে হোয়াইট হেডস! তুলতে পার্লার কেন যাবেন? বাড়িতেই বানিয়ে ফেলুন স্ক্রাব

হোয়াইট হেডসের সমস্যা হলে তাই তা থেকে মুক্তির ব্যবস্থাও করতে হবে দ্রুত। পার্লারে অযথা অর্থব্যয় না করে বাড়িতেও তা করে নেওয়া যায়। বিভিন্ন ধরনের স্ক্রাবার ব্যবহার করে হোয়াইট হেডস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ২০:৩৩
Share:

মুখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে নাকের উপর। সেই নাকের ত্বক যদি অমসৃণ হয়, যদি তাতে থাকে হোয়াইট হেডস তবে তা দেখতে যেমন খারাপ লাগে, তেমনই আপনার পরিচ্ছন্নতা বোধ নিয়েও প্রশ্ন উঠতে পারে।

Advertisement

হোয়াইট হেডসের সমস্যা হলে তাই তা থেকে মুক্তির ব্যবস্থাও করতে হবে দ্রুত। পার্লারে অযথা অর্থব্যয় না করে বাড়িতেও তা করে নেওয়া যায়। বিভিন্ন ধরনের স্ক্রাবার ব্যবহার করে হোয়াইট হেডস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ব্রাউন সুগার এবং মধু

Advertisement

২ টেবিল চামচ বাদামী চিনির সঙ্গে ২ টেবিল চামচ মধু এবং এক চিমটি হলুদ মিশিয়ে নিন। কয়েক মিনিটের জন্য ভেজা ত্বকে আলতো করে ম্যাসাজ করুন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা পেস্ট

৩ চা চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে ঘন মিশ্রঁণ তৈরি করুন। হোয়াইট হেডসের উপরে লাগান। ১৫-২০ মিনিট রেখে দিন, এবং তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু এবং চিনি

একটি লেবুর রসের সঙ্গে ১ কাপ চিনি মিশিয়ে নিন। মুখে লাগান এবং কয়েক মিনিট আলতো করে ঘষুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ওটমিল এবং মধু

১ টেবিল চামচ ওটমিলের গুঁড়োর সঙ্গে ১ চা চামচ মধু এবং সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে আলতো করে ঘষুন এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement