Tan Removing Hacks

শীতেও ট্যান পড়ার সমস্যা কমছে না? হারানো জেল্লা ফেলাতে ব্যবহার করতে পারেন অ্যালো ভেরা

শীতে ঠান্ডার কবল থেকে শুধু নয়, সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও ত্বক আড়ালে রাখা জরুরি। তার জন্য সব সময় সানস্ক্রিন কাজে আসে না। রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালো ভেরার নির্যাস যে কোনও ধরনের ত্বকের জন্যই দারুণ উপকারী। ব্যবহারের করার আগে জানতে হবে সঠিক বিধি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩১
Share:

শীতের মরসুমে ট্যানের সমস্যা দূর করুন অ্যালো ভেরা দিয়ে। ছবি: এআই।

শীতের রোদ গায়ে লাগে, কিন্তু চামড়া পোড়ে না, অনেকেই এমন ধারণা থাকে অনেকেরই। কিন্তু এই ধারণা যে কতটা ভুল, তা প্রমাণিত হয় শীত চলে যাওয়ার পরে। ত্বক জুড়ে তখন শুধুই শীতের ট্যান। শীতে ঠান্ডার কবল থেকে শুধু নয়, সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও ত্বক আড়ালে রাখা জরুরি। তার জন্য সব সময় সানস্ক্রিন কাজে আসে না। রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর নির্যাস যে কোনও ধরনের ত্বকের জন্যই দারুণ উপকারী। ব্যবহারের করার আগে জানতে হবে সঠিক বিধি।

Advertisement

কী ভাবে ব্যবহার করবেন অ্যালো ভেরা জেল বা অ্যালো ভেরা পাতার নির্যাস?

১. ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই আর ১ টেবিল চামচ অ্যালো ভেরার রস ভাল করে মিশিয়ে নিয়ে একটি প্যাক বানিয়ে নিন। রোদ থেকে ফিরে প্যাকটি মুখে মেখে নিয়ে মিনিট পনেরো পর জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ফিরে পাবেন হারানো জেল্লা।

Advertisement

২. অ্যালো ভেরা পাতার নির্যাসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে তা বরফের ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। বাইরে থেকে এসে মুখ, হাত পরিষ্কার করে মাখতে পারেন।

৩. দুধের সর, ১ চিমটে হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ ওট্‌সের গুঁড়ো আর আধ চামচ মধু ভাল করে মিশিয়ে একটি ঘন প্যাক বানিয়ে নিন। সপ্তাহে দু’বার করে এই প্যাকটি ব্যবহার করলে ট্যানিং-এর সমস্যা দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement