Baby Skin Care: শীতকালে নিজের ত্বকের পাশাপাশি বাড়তি যত্ন নিন শিশুর সংবেদনশীল ত্বকেরও

বছরের সব ঋতুতেই বিশেষ করে শীতকালে কী ভাবে নেবেন বাড়ির খুদে সদস্যটির ত্বকের যত্ন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৩:৩৩
Share:

শিশুর স্নানের সময় মৃদু ক্ষার যুক্ত সাবানও শ্যাম্পু ব্যবহার করলে ভাল। ছবি: সংগৃহীত

পাতা ঝরে পড়ার সময়ে সকলেরই ত্বক শুষ্ক হয়ে পড়ে। ঔজ্জ্বল্য হারাতে থাকে, হারায় আর্দ্রতাও।এই তালিকায় বাদ যায় না শিশুও। শিশুদের ত্বক যেহেতু আরও বেশি মাত্রায় সংবেদনশীল, তাই শিশুর ত্বকের যত্নে দিতে হবে বাড়তি নজর।

Advertisement

১)শিশুর স্নানের সময় মৃদু ক্ষার যুক্ত সাবানও শ্যাম্পু ব্যবহার করলে ভাল। বেশি ক্ষারযুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহারে শিশুর ত্বকের কোমলতাকে নষ্ট করে।

Advertisement

২)তাপমাত্রার পারদ যত নীচেই নামুক শিশুর হাত ধোয়ার অভ্যাস যেন বজায় থাকে। এক্ষেত্রে মৃদু ক্ষারযুক্ত হ্যান্ডওয়াশ ব্যবহার করলে ভাল।

শিশুর বেশিক্ষণ রোদে না থাকাই ভাল। ছবি: সংগৃহীত

৩)শিশুর ময়শ্চারাইজার বা অলিভ অয়েলের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে কেনা প্রয়োজন। বাজারচলতি প্রসাধনী শিশুর শরীরে ব্যবহার না করাই ভাল।

৪)শীতকালে আবালবৃদ্ধবনিতা সকলেরই ভিটামিন ডি এর প্রয়োজন দেখা দেয়। তবে শিশুর ক্ষেত্রে বেশিক্ষণ রোদে না থাকাই ভাল। এতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৫)খুব বেশি ঠান্ডা পড়লে শিশুকে মোজা, সোয়েটার, টুপি, হাতমোজা ইত্যাদি শীতপোশাক পরিয়ে রাখার চেষ্টা করুন। শিশুর ত্বককে সরাসরি ঠান্ডার সংস্পর্শে আসতে দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement