Skin Care Tips

বলিরেখা দূর করতে চান? ৩০ বছর বয়স হলেই ব্যবহার করুন ‘বিশেষ’ তেল

ক্যাস্টর অয়েলে উপস্থিত ‘রাইসুনোলিক অ্যাসিড’ বলিরেখা দূর করার পাশাপাশি ত্বককে মসৃণ করতেও সাহায্য করে। ত্বকে কোনও রকম সংক্রমণ হলে, তা-ও প্রতিরোধ করতে পারে এই তেল। কোলাজেন আর ইলাস্টেন উৎপাদনে সাহায্য করে ক্যাস্টর অয়েল। কী ভাবে ব্যবহার করবেন, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৮:৫৯
Share:

বলিরেখা ঠেকিয়ে রাখাপর প্রস্তুতি করুন আগে থেকেই। ছবি: সংগৃহীত।

বলিরেখা পড়ার পর ‘অ্যান্টি রিঙ্কল’ ক্রিম মাখা শুরু করেন অনেকেই। তবে বলিরেখা আটকাতে বয়স ৩০ পেরোলেই ত্বকের যত্ন নেওয়া শুরু করা উচিত। তবে সকলের ক্ষেত্রেই যে একই নিয়ম খাটে, তা নয়। কার ত্বকের স্থিতিস্থাপকতা কেমন, তার উপর নির্ভর করছে বলিরেখা পড়ার সময়। ত্বক পরিচর্যায় অনেকেই রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করতে চান না। এ ক্ষেত্রে ত্বকের যত্নে বহুল ব্যবহৃত ‘ক্যাস্টর অয়েল’ কিন্তু কাজে আসতে পারে। ক্যাস্টর অয়েলে উপস্থিত ‘রাইসুনোলিক অ্যাসিড’ বলিরেখা দূর করার পাশাপাশি ত্বককে মসৃণ করতেও সাহায্য করে। ত্বকে কোনও রকম সংক্রমণ ঘটলে, তা-ও প্রতিরোধ করতে পারে এই তেল। কোলাজেন আর ইলৈস্টেন উৎপাদনে সাহায্য করে ক্যাস্টর অয়েল। কী ভাবে ব্যবহার করবেন, রইল হদিস।

Advertisement

১) সমপরিমাণে ক্যাস্টর অয়েল আর রোজ়হিপ অয়েল মিশিয়ে তাতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন ভাল করে। এ বার একটি কাচের শিশিতে ভরে রাখুন। রোজ রাতে ঘুমোনোর আগে কয়েক ফোঁটা এই তেল মেখে মুখে ভাল করে মালিশ করুন। মাসখানেক ব্যবহার করলেই বদল আসবে চেহারায়।

কোলাজেন আর ইলৈস্টেন উৎপাদনে সাহায্য করে ক্যাস্টর অয়েল। ছবি:সংগৃহীত।

২) ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ চা চামচ অ্যাপল সাইডার ভিনিগার, ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে একটি ফেস মাস্ক বানিয়ে নিন। এ বার মাস্কটি মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন এই মাস্ক ব্যবহার করলেই দারুণ কাজ হবে।

Advertisement

৩) ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ১ টেবিল চামচ শিয়া বাটার আর ১ টেবিল চামচ হোহোবা অয়েল মিশিয়ে নিন ভাল করে। রাতে শোয়ার আগে এই তেলের মিশ্রণ মেখে নিন মুখে। খুব বেশি নয়, কয়েক ফোঁটা মাখলেই হবে কাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement