Cinnamon For Skin Care

রুক্ষ ত্বক, কালচে ভাব, ব্রণের সমস্যার সমাধান হবে এক উপকরণেই, কী সেই মুশকিল আসান?

জেল্লা হারিয়েছে ত্বক? মুখময় ব্রণ? সমস্যার সমাধান লুকিয়ে রান্নাঘরের একটি উপকরণে। ত্বকের যত্নে স্ক্রাবার থেকে মাস্ক বানিয়ে নিতে পারেন সেটি দিয়েই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬
Share:

রূপ খুলবে গাছের ছালে। কী সেই উপাদান? ছবি: সংগৃহীত।

মুখের জেল্লা উধাও হয়েছে শীতের মরসুমে? গাল ভর্তি ব্রণ? সমস্যার সমাধান লুকিয়ে হেঁশেলের মশলার কৌটোতেই। এক টুকরো দারচিনি। মেদ ঝরানো হোক বা পেটের স্বাস্থ্যের খেয়াল রাখা— এমনকি হার্ট ভাল রাখতেও অনেকে সাতসকালে উঠে দারচিনি ফোটানো জলে চুমুক দেন। তবে শুধু পেট বা হার্টের জন্য নয়, একটি উপকরণেই সমাধান হতে পারে ত্বকের হরেক সমস্যারও। দারচিনি হল এক প্রকার গাছের বাকল। আর তা দিয়েই বানিয়ে ফেলা যায় তেল থেকে মাস্ক। রুক্ষ ত্বক, বলিরেখা, ব্রণ— সমস্যাভেদে দারচিনির ব্যবহারও হবে ভিন্ন। কী কী ভাবে রূপচর্চায় ব্যবহার করবেন হেঁশেলের মশলাটি?

Advertisement

অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট— দু’রকম উপাদানই রয়েছে দারচিনির মধ্যে। ব্রণ কমাতে সাহায্য করে দারচিনি। ত্বকে জ্বালা, চুলকানি বা সংক্রমণও ঠেকাতে পারে এটি।

ব্রণের জন্য: মুখমণ্ডলের সৌন্দর্য নষ্ট করছে ব্রণ? দারচিনির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন কিছুটা মধু। পরিষ্কার মুখে এই মিশ্রণটি মাখতে হবে। ১৫-২০ মিনিট রেখে খুব ভাল করে ধুয়ে ফেলুন মুখ। দারচিনি এবং মধুর গুণেই কমবে ব্রণের বাড়বাড়ন্ত। দারচিনিতে থাকা প্রদাহনাশক উপাদান জ্বালা, চুলকানি কমাতেও সাহায্য করে।

Advertisement

স্ক্রাবার: মুখে জমা মৃত কোষের জন্য অনেক সময় জেল্লা হারিয়ে যায় ত্বকের। নিয়মিত এই কোষ পরিষ্কার করা দরকার। এই কাজটি হয় এক্সফোলিয়েশনের মাধ্যমে। এর জন্য এক চা-চামচ দারচিনি গুঁড়ো, ১ চা-চামচ কাঠবাদাম গুঁড়ো, ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। তার পর মুখে এবং হাত-পায়ে মিশ্রণটি দিয়ে স্ক্রাব করুন। ঘরোয়া টোটকায় লাবণ্য ফিরবে ত্বকে।

মাস্ক: ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িংয়ের পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, কালচে ভাব দূর করতে, ত্বকের বিশেষ যত্নে ব্যবহার করা হয় মাস্ক। ১ টেবিল চামচ দারচিনির গুঁড়ো, ১ টেবিল চামচ টক দই এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে বানিয়ে ফেলতে হবে মাস্ক। মুখ মৃদু কোনও ফেসওয়াশ দিয়ে ধোয়ার পরে ব্যবহার করতে হবে মাস্কটি। শীতের দিনে ত্বক রুক্ষ হয়ে গেলে বিশেষ কাজে আসবে এই মাস্ক। কারণ, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

শুষ্ক ত্বক: ত্বকের ধরন শুষ্ক হলে মাখতে পারেন দারচিনি পাউডার মেশানো তেল। অলিভ অয়েল, ল্যাভেন্ডার অয়েল বা মুখে মাখার কোনও তেলে ১ চা-চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে দিন। সেই তেল পরিষ্কার মুখে হালকা হাতে মালিশ করলে ত্বক মসৃণ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement