ত্বক পরিচর্যায় কী ভাবে কাজে লাগাবেন ধনেপাতা? ছবি: শাটারস্টক।
ত্বকের প্রকার যেমনই হোক, ব্রণ বা ঘন ঘন ফুসকুড়ির শিকার হতে হয় অনেককেই। বাজারচলতি নামী-দামি ক্রিমের উপর ভরসা করলে ত্বকের ক্ষতি বই ভাল কিছুই হয় না। এই ক্রিমগুলিতে মেশানো থাকে উচ্চ মাত্রায় স্টেরয়েড ও নানা রাসায়নিক, যা ত্বকের ক্ষতি করে দিতে পারে চিরতরে। ব্রণর সমস্যা অত্যধিক বেড়ে গেলে ত্বকের চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। এক এক জনের ত্বকের ধরন এক এক প্রকার। সেই অনুসারে চিকিৎসার ধরনও বদলায়। তবে কখনও কখনও কয়েকটা ব্রণ বা ফুসকুড়ি হলে, সে ঝঞ্ঝাট সামলাতে পারেন ঘরোয়া উপায়েই। আপনার হেঁশেলেই রয়েছে সমস্যার সমাধান।
রান্নার স্বাদ বৃদ্ধি করতে ধনেপাতা তো হামেশাই ব্যবহার করেন। তবে রূপচর্চার ক্ষেত্রেও এই পাতা দারুণ উপকারী, তা জানেন কি? ব্রণর সমস্যা দূর করতে ধনেপাতা দিয়েই বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক।
কী ভাবে তৈরি করবেন?
বোঁটা সমেত ধনেপাতা, পুদিনাপাতা আর শসার রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। ত্বক ভাল করে পরিষ্কার করে নিয়ে ফেসপ্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
ধনেপাতায় অ্যান্টে-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। ধনেপাতার অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে সাহায্য করে। এই পাতা ত্বকের তেলতেলে ভাব দূর করে। এই প্যাক ব্যবহার করলে ব্ল্যাক হেড্সের সমস্যা থেকেও নিস্তার পাওয়া যায়।