Skin Care Tips

ত্বকে কাচের মতো জেল্লা চাই? কী ভাবে গ্লিসারিন ব্যবহার করলে পাবেন মনের মতো ফল

গ্লিসারিন।, বর্ণগন্ধহীন এই তরলটি কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের সমস্যা দূর করতে পারে। কী ভাবে ব্যবহার করবেন গ্লিসারিন, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৩৬
Share:

গ্লিসারিনেই হবে কামাল। ছবি: এআই।

দুয়ারে শীত। ইতিমধ্যেই বাজারচলতি ময়েশ্চারাইজ়ার মাখার কিছু ক্ষণের মধ্যেই তা ত্বক টেনে নিচ্ছে। আর্দ্রতা ধরে রাখে, এমন ময়েশ্চারাইজ়ারের মধ্যে প্যারাফিনের মতো রাসায়নিক থাকে যথেষ্ট পরিমাণে। যা সাময়িক ভাবে ত্বককে পেলব করে। কিন্তু এই সমস্ত প্রসাধনীর দীর্ঘমেয়াদি ব্যবহার ত্বকের ক্ষতিও করে। এ ক্ষেত্রে ভরসা হতে পারে প্রাকৃতিক উপাদান গ্লিসারিন। বর্ণগন্ধহীন এই তরলটি কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের সমস্যা দূর করতে পারে। কী ভাবে ব্যবহার করবেন গ্লিসারিন, রইল হদিস।

Advertisement

১) টোনার

প্রথমে একটি কাচের শিশিতে ১:৩ অনুপাতে ডিস্‌টিল্‌ড ওয়াটার এবং গ্লিসারিন মিশিয়ে নিন। চাইলে ভাল মানের গোলাপ জলও মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ ত্বকে জলের ঘাটতি পূরণ করে। ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর এই টোনার সারা মুখে স্প্রে করে নিতে পারেন।

Advertisement

২) মাস্ক

শুষ্ক ত্বকে চটজলদি জেল্লা আনতে মধু এবং গ্লিসারিন মিশ্রিত মাস্ক ব্যবহার করা যেতে পারে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়ার পর, এই মাস্ক মুখে মেখে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩) সিরাম

পরিষ্কার একটি স্প্রে বোতলে অ্যালো ভেরা জেল, গোলাপ জল এবং কয়েক ফোঁটা গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন। সারা দিন ত্বকে আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি জেল্লা ধরে রাখতেও সাহায্য করে গ্লিসারিন দিয়ে তৈরি এই সিরাম। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা এই সিরাম ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement