Skin Care before Puja

ওজন ঝরাতেই নয়, রূপচর্চাতেও কাজে আসে গ্রিন টি! ত্বকের জেল্লা ফেরাতে কী ভাবে ব্যবহার করবেন?

গ্রিন টি-তে থাকা বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের ক্যানসারের ঝুঁকি কমায়। রোদে বেরোলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রেও গ্রিন টি দিয়েই করতে পারেন মুশকিল আসান। ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন এই চা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ২০:২৫
Share:

ত্বকের যত্নআত্তিতে কী ভাবে কাজে লাগাবেন গ্রিন টি ? ছবি: সংগৃহীত।

পেট পরিষ্কার রাখতেই হোক বা শরীর ডিটক্স করতে, ঘরে ঘরে এখন বাঙালি গ্রিন টিয়ে চুমুক দিচ্ছেন। তেমনই ওজন কমাতেও এই চায়ের জুড়ি মেলা ভার। কেবল সুস্থ থাকতেই নয়, রূপচর্চার জন্যও দারুণ উপকারী গ্রিন টি। জেনে নিন, কী ভাবে রূপচর্চায় সাহায্য করে গ্রিন টি।

Advertisement

গ্রিন টি ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে। ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে এই চা ব্যবহার করতেই পারেন। গ্রিন টি চামড়া কুঁচকে যেতে দেয় না। ব্রণর সমস্যা থেকেও রেহাই পেতে গ্রিন টি-র কোনও তুলনা নেই। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, গ্রিন টি-তে থাকা বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের ক্যানসারের ঝুঁকি কমায়। রোদে বেরোলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রেও গ্রিন টি দিয়েই করতে পারেন মুশকিল আসান!

ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন এই চা?

Advertisement

১) চোখের কালি দূর করতে: কাজের চাপ, সংসারের হাজারটা ঝামেলার ফলে ঘুমের সঙ্গে আপস করতে হয় অনেককেই। আর এই আপসের ফল হল চোখের তলার কালি। এই সমস্যা দূর করতে ব্যবহৃত গ্রিন টিয়ের ব্যাগ ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমোনোর আগে ওই ব্যাগটি চোখের উপরে রাখুন। এই টোটকায় চোখের ফোলা ভাব কমবে, চোখের তলার কালিও দূর হবে।

২) স্ক্রাবার হিসাবে: ত্বকের মৃত কোষ দূর করতেও গ্রিন টি-র ব্যবহার করতে পারেন। এক চা চামচ গ্রিন টি-র পাতা ও ফেসওয়াশ নিয়ে হালকা হাতে সারা মুখে ঘষে নিন। মিনিট তিনেক করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩) টোনার হিসাবে: রাস্তার ধুলো-ময়লার অত্যাচারে ত্বকের বারোটা বাজে। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের ত্বকের সমস্যা আরও বেশি। তাই বাড়ি ফিরেই টোনার ব্যবহার করা ছা়ড়া উপায় নেই। গ্রিন টি কিন্তু টোনার হিসাবে দারুণ কাজ করে। বেশি করে গ্রিন টি বানিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। রাস্তা থেকে ফিরে বা রাতে ঘুমোনোর আগে এই টোনার ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement