Acne

মুখে জুড়ে ব্রণ? এটা-সেটা না মেখে রূপচর্চায় রাখুন ওট্‌স, জেনে নিন ঘরোয়া মাস্ক তৈরির পদ্ধতি

ব্রণ কমাতে রকমারি প্রসাধনী মেখেও কাজ হয়নি? রূপচর্চায় ব্যবহার করুন ওট্স। জেনে নিন কী ভাবে তৈরি করবেন মাস্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৪:৪১
Share:

ব্রণের সমস্যায় জেরবার? মেখে দেখুন ওট্সের মাস্ক। ছবি:ফ্রিপিক।

মুখের আদল যতই সুন্দর হোক না কেন, গালভর্তি ব্রণ সমস্ত সৌন্দর্যই মাটি করে দেয়। সাধারণত, তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি হয়। কখনও হরমোনের ভারসাম্য নষ্ট হলেও গালে ব্রণ হতে পারে। সে ক্ষেত্রে সঠিক চিকিৎসা দরকার।

Advertisement

তবে যদি তৈলাক্ত ত্বকে ধুলো-ময়লা জমার ফলে ব্রণ হয়, তা হলে কাজে আসতে পারে ওট্‌স। জিনিসটি নিয়মিত সকালের খাবারের তালিকায় শরীর যেমন ভাল হবে, তেমনই রূপচর্চায় জুড়লে ত্বকেরও ভাল হবে। ওট্‌সে রয়েছে প্রদাহনাশক উপাদান। ব্রণ কমাতে, র‌্যাশের ফলে হওয়া জ্বালা, চুলকানি কমাতেও এটি সাহায্য করে।

ব্রণ কমাতে কী ভাবে মাখবেন ওট্স?

Advertisement

স্ক্রাবার থেকে মাস্ক বানিয়ে নিতে পারেন ওট্স দিয়ে।

স্ক্রাবার

১ টেবিল চামচ ওট্স, ২টি কাঠবাদাম একসঙ্গে গুঁড়িয়ে নিন। সামান্য জল বা দুধ দিয়ে গুলে মুখে মাখিয়ে হালকা হাতে গোল গোল করে ঘষুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন।

মাস্ক

১. ২ টেবিল চামচ ওট্স গুঁড়ো, ২ টেবিল চামচ টক দই এবং কয়েক ফোঁটা মধুর সঙ্গে মিশিয়ে নিন। স্ক্রাব করার পর মাস্কটি ব্যবহার করতে হবে। মুখে মিশ্রণটি অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন।

২. রূপচর্চায় হলুদের ব্যবহার বহু পুরনো। হলুদ অ্যান্টিসেপটিক। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে সহায়ক। ২ টেবিল চামট ওট্স গুঁড়োর সঙ্গে আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি জল দিয়ে গুলে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

৩. অ্যালো ভেরা জেলও ত্বকের জন্য ভাল। ২ টেবিল চামট ওট্স গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। মুখে মাস্কটি ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement