ছবি : সংগৃহীত।
এক কালে রাজ পরিবারের নারীদের ত্বকের যত্ন নেওয়া হত চন্দন দিয়ে। এখন বিজ্ঞান বলছে চন্দনে রয়েছে ব্যাক্টেরিয়া রোধক উপাদান। তাই ত্বককে ব্যাক্টেরিয়াজাত নানা সমস্যা থেকে দূরে রাখতে হলে, নিয়মিত চন্দন দিতে তৈরি ফেস প্যাক ব্যবহার করা যেতে পারে। কী ভাবে ব্যবহার করবেন, তা জেনে নিন।
১. চন্দন ও গোলাপজল দিয়ে ফেস প্যাক
এই প্যাকটি ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে খুব কার্যকরী। এটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো।
প্রণালী: এক চামচ চন্দন গুঁড়ো নিন। পরিমাণমতো গোলাপজল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে ও গলায় লাগান এবং ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
২. চন্দন ও দুধ দিয়ে ফেস প্যাক
শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি খুব উপকারী। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে নরম ও মসৃণ করে তোলে।
প্রণালী: এক চামচ চন্দন গুঁড়ো নিন।এর সঙ্গে ১-২ চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩. চন্দন ও হলুদের মিশ্রণ
এই মিশ্রণটি ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে।
প্রণালী: আধ চামচ চন্দন গুঁড়ো নিন। এর সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। জল অথবা গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণের উপর লাগান অথবা পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
এই তিনটি প্যাকই নিয়মিত ব্যবহার করলে ত্বকের নানা সমস্যা দূর হয় এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে।