Hair Oil

নারকেল তেল বা অলিভ অয়েল নয়, চুলের বৃদ্ধিতে সাহায্য করবে বিশেষ একটি তেল, কী ভাবে ব্যবহার করবেন?

চুলের বৃদ্ধির জন্য সহায়ক বিশেষ এক রকম তেল। সেটি ব্যবহারের নির্দিষ্ট পদ্ধতিও আছে। চুল পড়ার সমস্যা বাড়লে এই তেলটি ব্যবহার করলে উপকার পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৮:৩০
Share:

চুলে কী ভাবে ব্যবহার করবেন টি ট্রি অয়েল? ছবি: ফ্রিপিক।

চুল লালচে হয়ে যাচ্ছে? ঝরে যাচ্ছে? রুক্ষ হয়ে যাচ্ছে? মা-ঠাকুমারা শুনলেই বলবেন, এ সব তেল না মাখার ফল। ভাল করে মাথায় তেল মাখলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোন তেল মাখবেন?

Advertisement

এই বিশেষ এসেনশিয়াল অয়েলটি ব্যাক্টেরিয়া ও ছত্রাকনাশক আর প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। গত একশো বছর ধরে রূপচর্চায় ও প্রসাধনী শিল্পে টি ট্রি অয়েলের প্রভূত ব্যবহার চলছে। ত্বক, নখ ও চুলের সমস্যা মেটাতে তেলটি দারুণ কার্যকর।

চুলের ভিতর পর্যন্ত পুষ্টি জোগায় টি ট্রি অয়েল। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ আছে বলে মাথার ত্বকের নানা সমস্যা কমাতে এটি ফলপ্রসূ। হেয়ার ফলিকলস (চুলের গোড়ার কোষ) পরিষ্কার করে ও আর্দ্রতা জোগায়। তাই খুশকি পরিষ্কার হয় এবং চুল পড়ার সমস্যা কমে। রোদেজলে শুষ্ক হয়ে যাওয়া চুলের স্বাস্থ্য ফেরাতেও সাহায্য করে এই এসেনশিয়াল অয়েল। উপযুক্ত পুষ্টি, অ্যান্টিঅক্সিড্যান্ট পেতে সাহায্য করে। তাই চুল খুব তাড়াতাড়ি বাড়ে।

Advertisement

রোজকার শ্যাম্পুতে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর বোতলে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এ ক্ষেত্রে শ্যাম্পু মেখে দু’-তিন মিনিট রেখে দিতে হবে। ওই সময়েই চুল প্রয়োজনীয় পুষ্টিগুণ শুষে নেবে। মসৃণ ও উজ্জ্বল চুল পাবেন।

ক্যারিয়ার অয়েলে সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। ২-৩ টেবিল চামচ ক্যারিয়ার অয়েল (যেমন নারকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল) নিন এবং তাতে ৫-১০ ফোঁটা টি ট্রি অয়েল মেশান। এই মিশ্রণটি আপনার মাথার ত্বকে আলতো করে মালিশ করুন। বৃত্তাকার গতিতে কমপক্ষে ৫-১০ মিনিট মালিশ করুন যাতে তেল ভালভাবে মিশে যায়। তেল মালিশের পরে কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে চুল ধুয়ে নিন। সারা রাত রেখে দিতে পারলে সবচেয়ে ভাল হবে।

টি ট্রি অয়েল হেয়ার স্প্রে হিসেবেও ব্যবহার করা যাবে। একটি স্প্রে বোতলে জল বা গোলাপ জল নিয়ে তাতে ৭-৮ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। চুল ধোয়ার পরে বা বাইরে বেরনোর সময়ে এই স্প্রে করে নিলে চুল নরম ও মসৃণ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement