Capri in Fashion

প্যান্টে ফিরছে হলিউডি স্টাইল! অড্রে-মেরিলিনের কাপ্রি প্যান্ট আবার ফ্যাশনে ‘ইন’!

হলিউডের পোশাক দেখে বরাবরই প্রভাবিত হয়েছে বলিউড। কাপ্রিও বলিউডে আসে। অড্রে-মেরিলিনদের মতো বলিউডের সিনেমায় কাপ্রি পরতে দেখা যায় সায়রা বানো, শর্মিলা ঠাকুরের মতো সমসময়ের বলিউডের নায়িকাদের। আর এখন পরছেন জাহ্নবী কপূরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৮:২৮
Share:

কাপ্রি প্যান্টে হলিউডের দুই ফ্যাশন আইকন অড্রে হেপবার্ন এবং মেরিলিন মনরো (ডান দিকে)। ছবি : সংগৃহীত।

ফ্যাশন ট্রেন্ড দিনে-মাসে-বছরে বার বার বদলে যায়। এই কিছু চোখে পড়ল, তো কয়েক দিন পরেই পছন্দ বদলে হয়ে গেল অন্য কিছু। ফলে বাতিলের খাতায় চলে গেল আগের পছন্দসই জামা কিংবা প্যান্ট কিংবা জুতোটি! বছর দশেক আগে তেমন ভাবেই শৌখিনীদের না-পসন্দ হয়ে ট্রেন্ড বা ফ্যাশনের চলতি ধারা থেকে বিদায় নিয়েছিল কাপ্রি। এখন আবার সে এসেছে ফিরিয়া! সৌজন্যে বলিউডের নায়িকাদের নতুন প্রজন্মের ফ্যাশন বিগ্রহ জাহ্নবী কপূর।

Advertisement

জাহ্নবীকে সম্প্রতি দেখা গিয়েছে সাদা শার্টের সঙ্গে সাদা রঙের একটি কাপ্রি প্যান্টে। যা তাঁকে বেশ মানিয়েছেও। আর জাহ্নবীর সেই ছবি দেখেই কাপ্রি নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন এই হলিউডি কেতার প্যান্টের পুরনো অনুরাগীরা। এমনকি, ফ্যাশন দুনিয়ার অনেকের বক্তব্য, কাপ্রিকে দায়িত্ব নিয়ে নতুন করে ফ্যাশনে ফিরিয়ে আনতে চলেছেন জাহ্নবী।

কাপ্রির জন্ম চল্লিশের দশকে জার্মানিতে। ১৯৪৮ সালে জার্মানির পোশাকশিল্পী সোনয়া দে লেনার্ট ওই ধরনের প্যান্ট বানিয়েছিলেন। তাঁর এবং ব্রিটেনের এক পোশাক পরিকল্পক বানি রজারের হাত ধরেই কাপ্রি প্যান্ট জনপ্রিয় হয় এবং ওই প্যান্ট প্রচুর পরিমাণে পরতে শুরু করেন ইতালির কাপ্রি দ্বীপের ফ্যাশন সচেতন মহিলারা। সেই দ্বীপের নামেই প্যান্টের নামও হয়ে যায় কাপ্রি। ষাটের দশকে ওই প্যান্টের কথা গোটা বিশ্ব জেনে যায়, মুগ্ধ হয় যখন অড্রে হেপবার্ন কাপ্রি প্যান্ট পরে অবতীর্ণ হন পর্দায়। এর পর কাপ্রিতে দেখা যায় একে একে সিনেমা জগতের তথাকথিত সেরা সুন্দরী মেরিলিন মনরো, ফ্রান্সের অভিনেত্রী ব্রিজিট বার্দোদেরও।

Advertisement

হলিউডের পোশাক দেখে বরাবরই প্রভাবিত হয়েছে বলিউড। কাপ্রিও বলিউডে আসে। অড্রে-মেরিলিনদের মতো বলিউডের সিনেমায় কাপ্রি পরতে দেখা যায় সায়রা বানো, শর্মিলা ঠাকুরের মতো সমসময়ের বলিউডের নায়িকাদের। কিন্তু তার পরে ওই খাটো ঝুলের প্যান্ট হঠাৎ জনপ্রিয়তা হারায়। কিন্তু ২০০৫ সালে তা আবার ফিরে আসে! প্রায় ২০ বছর পরে আবার তার প্রত্যাবর্তন হল।

বর্ষার পোশাক হিসাবে আদর্শ হতে পারে কাপ্রি। যেহেতু খাটো ঝুলের, তাই বৃষ্টির জলে ভেজা বা ময়লা হওয়ার সুযোগ কম। পাশাপাশি, ফ্যাশনেবলও।

২০১৫ সালে থেকে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছে ঢিলেঢালা প্যান্ট। পালাজ়ো, ফ্লেয়ার্ড প্যান্ট, এমনকি, বুট কাট প্যান্টের ফ্যাশনও ফিরে এসেছিল। কিন্তু এ বার হয়তো সেই ফ্যাশন আবার পুরনো হতে চলেছে। ফ্যাশন ট্রেন্ডের নজরদারদের কথা মানলে, কাপ্রি প্যান্ট আবার ফিরে আসতে চলেছে শৌখিনীদের আলমারিতে। আর তা আসছে তার সবচেয়ে পুরনো অবতারে। পঞ্চাশ কিংবা ষাটের দশকে যে ধরনের কাপ্রি পরে অনুরাগীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন হলিউডের অভিনেত্রীরা, তাকেই ফিরিয়ে আনা হচ্ছে আবার।

কাপ্রি সে যুগে পরা হত পেট আর কোমরের মাঝামাঝি উচ্চতায়। অর্থাৎ নাভি থেকে বেশ খানিকটা উপরে। আর তার ঝুল শেষ হত হাঁটু থেকে কিছুটা নীচে, প্রায় কাফ মাসলের পুরোটা পেরিয়ে। এই প্যান্ট পরলে পায়ের গোছ এবং তার উপরের বেশ কিছুটা অংশ থাকত অনাবৃত। এটিই ছিল কাপ্রি প্যান্টের বিশেষত্ব। হাই ওয়েস্ট সেই কাপ্রি পরতে পারেন আপনিও। কী ভাবে সাজবেন? তার ধারণা নিতে নজর রাখুন পুরনো দিনের হলিউডের নায়িকাদের ক্যাপ্রি স্টাইল করার ধরনে। মনে রাখবেন, রেট্রো ফ্যাশনকে কিন্তু ফ্যাশন জগতে কালোত্তীর্ণ বলেই মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement