Met Gala 2025 look of Isha Ambani

কলকাতার কন্যার নকশা, বেনারসি কাপড়, গুজরাতের রাজার গয়না, মেট গালায় চমক ইশা অম্বানীর!

কলকাতার কন্যা তথা পোশাকশিল্পী অনামিকা খন্নার নকশা করা পোশাকে মেট গালায় হাজির হয়েছিলেন ইশা অম্বানী। তবে তার পাশাপাশিই তুলে ধরেছিলেন ভারতীয় শিল্প এবং সাজগোজের ঐতিহ্যকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৮:৪৭
Share:

ছবি : সংগৃহীত।

মেট গালায় যেমন বলিউডের তারকারা হাজির ছিলেন, তেমনই ইশা অম্বানীর মতো ফ্যাশন সচেতন উদ্যোগপতিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে নিউ ইয়র্ক সিটির ওই ফ্যাশন প্রদর্শনীতে ইশা বাকিদের সঙ্গে থেকেও একটু আলাদা হলেন। গ্ল্যামার জগতের তাবড় ফ্যাশন বিগ্রহরা যখন ‘ব্ল্যাক ফ্যাশন’কে পাশ্চাত্যের আদলেই দেখছেন, তখন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীর কন্যা ইশা মূল ভাবনা বজায় রেখেও নিজের সাজে তুলে ধরলেন দেশের ঐতিহ্যবাহী শিল্পকে।

Advertisement

মেট গালায় ইশা পরেছিলেন একটি ওয়েস্টকোট, ওয়াইড লেগ্‌ড প্যান্ট এবং লং ওভারকোট। তবে পোশাকের ধরন বিদেশি হলেও তার পরতে পরতে ভারতীয়ত্বের ছোঁয়া রেখেছেন পোশাকশিল্পী অনামিকা খন্না। যাঁর ডিজ়াইনার ব্র্যান্ড আন্তর্জাতিক হলেও তিনি কলকাতার কন্যা। এমনকি, ব্যবসাও চালান কলকাতার অফিস থেকেই।

ইশার জন্য অনামিকা যে পোশাকটি তৈরি করেছেন, তার ওভারকোটটি নির্মিত হয়েছে হাতে বোনা বেনারসি কাপড় দিয়ে। তার পাড় বরাবর রয়েছে জরদৌসি জরির কাজ এবং সুতোর ফুলকারি নকশা। ওয়েস্টকোটটিতেও ঠাসা জরদৌসি কাজ। প্যান্ট এবং কোটের দু’পাশে দেওয়া হয়েছে চুনি এবং পান্নার মতো দেখতে পাথরের নকশা করা বোতাম।

Advertisement

ইশার পোশাকের পরিকল্পনা করেছিলেন বলিউডের তারকা পোশাক পরিকল্পক অনিতা শ্রফ আদজানিয়া। তিনিই যোগাযোগ করেন অনামিকার সঙ্গে। অনিতা জানাচ্ছেন, ইশা তাঁর মা নীতা অম্বানীর মতোই ভারতীয় শিল্প এবং ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ব্যাপারে আগ্রহী। তাই ওঁর সঙ্গে কথা বলেই আমরা পোশাকের ব্যাপারে সিদ্ধান্ত নিই।

ওই পোশাকের সঙ্গে ইশার মাথায় বিনুনি বাঁধিয়েছেন অনিতা। গলায় পরিয়েছেন গুজরাতের জামনগর যা আগে নয়ানগর বলে পরিচিত ছিল, সেখানকার মহারাজার হিরের নেকলেস। অনিতা জানিয়েছেন, নেকলেসটি নীতার সংগ্রহে ছিল। মেট গালার সাজে মায়ের সেই গয়নাটিই বেছে নিয়েছেন ইশা।

ইশার চুলে পাখির নকশা করা ক্লিপ, হাতে ফুলের নকশার আংটি অবশ্য বিদেশি। তবে কোমরে ভারতীয় রাজাদের পাগড়িতে বাঁধার শির-অলঙ্কার পরেছেন ইশা। তাঁর সাজের ছবি প্রশংসিত হয়েছে বলিউডেও। আলিয়া ভট্ট থেকে শুরু করে ভূমি পেডনেকর, করিশ্মা কপূর, মলাইকা আরোরা, হুমা কুরেশি, ক্যাটরিনা কাইফের মতো নায়িকারাও ইশার সাজের প্রশংসা করেছেন।

ইশা বরাবরই ফ্যাশন সচেতন। মেট গালায় এই নিয়ে দ্বিতীয় বার হাজির হলেন তিনি। তবে বলিউডের তারকারা যেখানে বিদেশি পোশাকে সেজেছেন, সেখানে ইশা তাঁর পোশাকে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া এনে ফ্যাশন দুনিয়ার প্রশংসা কুড়িয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement