Prada Kolhapuri Chappal

বুট, স্নিকার্স ছেড়ে কোলাপুরি চপ্পলে মেতেছে ইউরোপ! ঋণস্বীকারে আপত্তি কেন? ক্ষুব্ধ ভারতীয়েরা

ইতালির ফ্যাশন ব্র্যান্ড ‘প্রাদা’ সম্প্রতি তাদের ২০২৬ সালের স্প্রিং-সামার কালেকশনের প্রদর্শন করেছে মিলানে। সেখানে প্রাদার মডেলদের দেখা গিয়েছে কোলাপুরি চপ্পলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১০:০৮
Share:

প্রাদা-র কোলাপুরির দাম কত জানেন? ছবি : সংগৃহীত।

ভারতের নেহরু জ্যাকেট নিজেদের মতো করে নকল করেছিল বিদেশিরা। কাশ্মীরের জামেওয়ার শালও দেখা গিয়েছে বিদেশি ব্র্যান্ডের ফ্যাশন শোয়ে। আর এ বার দেখা গেল কোলাপুরি চপ্পল! মহারাষ্ট্রের কোলহাপুরের বাজার থেকে সোজা মিলানের মার্জার সরণিতে। যার দামও ছুঁল কল্পনাতীত পর্যায়ে। ৫০০ থেকে সোজা লাখ টাকা পার।

Advertisement

মহারাষ্ট্রের কোলহাপুরের বাজার থেকে সোজা মিলানের মার্জার সরণিতে। ছবি: সংগৃহীত।

ফ্যাশনদুরস্ত ইউরোপ-আমেরিকায় জুতোর নকশার কমতি নেই! সেই সব নকশার নানা বাহারি নামও আছে। বুট, স্নিকার্স, স্টিলেটোজ়, লোফার্স, পাম্প, অক্সফোর্ড, ব্রোগ-এর মতো জুতোর নকশা পেরিয়ে এত দিন ভারতীয় চপ্পলের দিকে তাকানোর প্রয়োজনই মনে করেনি হাই-এন্ড ফ্যাশন দুনিয়া! কিন্তু সম্প্রতি এক আন্তর্জাতিক বিলাসী ব্র্যান্ডকে দেখা গেল দিব্যি ভারতের কোলাপুরি চপ্পলকে ‘নিজেদের নকশা’ বলে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার সামনে তুলে ধরতে। যা দেখা মাত্র চটেছেন ভারতীয় ফ্যাশন বোদ্ধারা! তাঁদের প্রশ্ন, হুবহু নকল করেও ভারতীয়দের ঋণস্বীকারে এদের আপত্তি কিসে!

প্রাদা-র কোলাপুরি চপ্পল। ছবি: সংগৃহীত।

ইতালির ফ্যাশন ব্র্যান্ড ‘প্রাদা’ সম্প্রতি তাদের ২০২৬ সালের স্প্রিং-সামার কালেকশনের প্রদর্শন করেছে মিলানে। সেখানে প্রাদা-র মডেলদের দেখা গিয়েছে সৈকত শহরে বেড়ানোর পোশাকে। কেউ পরেছেন ঊরু অবধি খাটো ঝুলের জাম্পস্যুট। কেউ ঝলঝলে শর্টস। কেউ আবার পরেছেন রঙিন স্ল্যাকস, টিশার্ট আর অফিসে পরার জ্যাকেট। আর ওই সমস্ত পোশাকের সঙ্গেই পায়ে কোলাপুরি চপ্পল পরেছেন মডেলরা। যে চপ্পল দ্বাদশ শতকে ভারতে তৈরি হয়েছিল এক রাজার জন্য।

Advertisement

প্রাদা-র সৈকত পোশাকের সঙ্গে কোলাপুরি চপ্পলের মিলমিশ কাঁটার মতো বিঁধেছে ভারতীয়দের। ছবি: সংগৃহীত।

চালুক্য রাজার বিজ্জলাদেবের জন্য তাঁর প্রধানমন্ত্রী বাসবান্ন ওই চপ্পল বানাতে বলেন। পরে তা বহু দিন কেবল সমাজের উচ্চবর্গীয়দের পরিধান হিসাবেই থেকেছে। পরিচিতি পেয়েছে ‘অভিজাতদের রূচিসম্মত পদাবরণ’ হিসাবে। এমনকি, আজও এ দেশে কোলাপুরি চপ্পল পরলে তার সঙ্গে ধুতি কিংবা পাজামা-পাঞ্জাবি পরতেই পছন্দ করেন অধিকাংশ মানুষ। স্বাভাবিক ভাবেই প্রাদা-র সৈকত পোশাকের সঙ্গে কোলাপুরি চপ্পলের মিলমিশ কাঁটার মতো বিঁধেছে। তবে তার থেকেও বেশি ক্ষোভ জমেছে, প্রাদা ওই জুতোর নকশাকে নিজেদের বলে চালানোয় এবং ভারতের ঐতিহ্যকে কোনও রকমের কৃতিত্ব না দেওয়ায়।

আজও এ দেশে কোলাপুরি চপ্পল পরলে তার সঙ্গে ধুতি কিংবা পাজামা-পাঞ্জাবি পরতেই পছন্দ করেন অধিকাংশ মানুষ। ছবি: সংগৃহীত।

ভারতের তারকা স্টাইলিস্ট অনিতা শ্রফ আদজানিয়া বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে লিখেওছেন। প্রাদা-র ওই ফ্যাশন শোয়ের একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, “প্রাদা-ও কোলাপুরি চপ্পল বানাচ্ছে!” সমাজমাধ্যমের স্টেটাসে একটি কোলাপুরি স্টাইলের চামড়ার আংটির ছবিও শেয়ার করেছেন অনিতা। অনিতার মতোই প্রাদা-র কোলাপুরি চপ্পলের প্রদর্শনী নিয়ে কটাক্ষ করেছেন এক ফ্যাশন সমালোচক। তিনি লিখেছেন, ‘‘মাসিমাদের মতো কথা বলছি হয়তো, কিন্তু আমরা কি এ বার ১০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৬ হাজার ৮৪৭ টাকা) খরচ করে প্রাদা-র কোলাপুরি পরার জন্য প্রস্তুত? কারণ, নিজের দেশের জিনিস নিয়ে এত দিন যাঁরা ভেবেও দেখেননি, তাঁরাও এ বার কোলাপুরি চপ্পল পরবেন। কারণ সেটাই এখন হাই ফ্যাশন, কারণ ইউরোপীয়েরা সেটা পরছেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement