Hair Care Tips

রোজ শ্যাম্পুর সময় ৪টি নিয়ম মানলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন, বললেন জাভেদ হাবিব

রোজ শ্যাম্পু করেও কী ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখবেন, হদিস দিলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব। জাভেদ বলেন, রোজ শ্যাম্পু করতে হলে নিয়ম মেনে প্রি-কন্ডিশনিংও করতে হবে। প্রি-কন্ডিশনিং-এর চারটি ধাপ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৬
Share:

শ্যাম্পু করার সঠিক নিয়ম বলে দিলেন জাভেদ। ছবি: আনন্দবাজার ডট কম।

জট বেঁধে যাওয়া আঠালো মাথা নিয়ে ঘুরে বেড়াতে কেউই পছন্দ করেন না। তবে, রোজ বাড়ি থেকে বেড়োনোর আগে ঝলমলে, কোমল, সুন্দর চুল পেতে গেলে কষ্ট তো করতে হবে। রোজ শ্যাম্পু করলে তবেই চুল উড়িয়ে বেড়ানো যাবে। তবে আলস্য এবং চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই তা করেন না।

Advertisement

প্রতি দিন যে পরিমাণ ধুলো-ময়লা জমে চুলে, তাতে মাথা ভারী হয়ে যায়। অনেক সময় মাথায় যন্ত্রণাও হতে থাকে। এ ছাড়া মাথার ত্বক থেকে এক ধরনের প্রাকৃতিক তেল বা সেবাম নিঃসরণ হয়। যা মাথার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত সেবাম নির্গত হতে থাকলে চুল আঠালো এবং চিটচিটে হয়ে যায়। উপরন্তু গরমের সময়ে ঘাম জমে জমেও চুলের ক্ষতি হয়। সেই সময়ে রোজ শ্যাম্পু করলে তেলচিটে ভাব কেটে যায়। ত্বক পরিষ্কার থাকে। ফলে খুশকি, শুষ্কতা, ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা কমে যায়। চুল রোজ পরিষ্কার করলে কেশসজ্জার ক্ষেত্রেও নানা রকমের সুবিধা পাওয়া যায়।

রোজ স্নানের সময় শ্যাম্পু করলে চুল আপাত ভাবে রেশমের মতো দেখায় বটে, কিন্তু এতে ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের একাধিক অপকারিতা রয়েছে। ঘন ঘন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল কমে যেতে পারে। বাড়তে পারে শুষ্কতা। তবে রোজ শ্যাম্পু করেও কী ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখবেন, হদিস দিলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

Advertisement

জাভেদ বলেন, রোজ শ্যাম্পু করতে হলে নিয়ম মেনে প্রি-কন্ডিশনিংও করতে হবে। প্রি-কন্ডিশনিং-এর চারটি ধাপ রয়েছে।

১. প্রথম চুল ভিজিয়ে নিন, তার পর চুলে তেল লাগান।

২. তেল লাগানোর পর মালিশ করার প্রয়োজন নেই।

৩. লম্বা চুল হলে তেল মাখার পর চিরুনি দিয়ে আঁচড়ে নিন, পাঁচ মিনিট পর চুলে শ্যাম্পু করে নিন।

৪. মাথা ধোয়ার সময় হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন, শিকাকাই দিয়েও শ্যাম্পু করতে পারেন।

জাভেদ বলেন চুলের এই চার ধাপ মেনে চললেই কিন্তু চুল পড়া ও খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement