মেট গালায় কোন অবতারে ধরা দেবেন শাহরুখ খান? ছবি : সংগৃহীত।
সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধে ৬টা, ভারতীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৩টের সময় মেট গালার লাল গালচেয় প্রথম বার হাঁটতে চলেছেন শাহরুখ খান। ‘ফ্যাশনের তীর্থক্ষেত্র’ বলে খ্যাতি যে মেট গালার, সেখানে বলিউডের ‘বাদশাহ’ কী চমক দেখাবেন, তা জানতে আগ্রহী ভারত তো বটেই, গোটা দুনিয়ার শাহরুখ-ভক্তেরা। ইতিমধ্যেই ঘড়িতে অ্যালার্ম দিয়ে প্রস্তুত অনুরাগীরা। কারণ, প্রিয় তারকার চমক তাঁরা ‘লাইভ’ দেখতে চান। আর এই সমস্ত জল্পনার মধ্যেই শাহরুখের সাজ নিয়ে একটি ছোট্ট ইঙ্গিত দিলেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়।
মেট গালার লাল গালিচায় সব্যসাচীর নকশা করা পোশাক পরেই দেখা দেবেন শাহরুখ। তবে সেই ‘মাহেন্দ্রক্ষণ’-এর ঘণ্টা কয়েক আগে কলকাতার পোশাকশিল্পী সব্যসাচী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘কিং খান বেঙ্গল টাইগার’’। পর পর দু’টি প্যারাগ্রাফে কালোর উপর সাদা হরফে ইংরেজিতে শুধু ওই চারটি শব্দ। যা দেখে ফ্যাশন দুনিয়ার অনুমান, শাহরুখকে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার অনুপ্রাণিত কোনও পোশাক পরাতে চলেছেন বাঙালি পোশাকশিল্পী।
পোশাকশিল্পী সব্যসাচীর সেই ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: ইনস্টাগ্রাম
মেট গালায় এ বছরের মূল ভাবনা কৃষ্ণাঙ্গদের ফ্যাশন থেকে অনুপ্রাণিত। সেই ফ্যাশন প্রদর্শনীতে শাহরুখের পোশাক নকশা করতে চলেছেন সব্যসাচী। যাঁর ফ্যাশন ব্র্যান্ডের লোগোই রয়্যাল বেঙ্গল টাইগারের আদলে। সব্যসাচীর তৈরি ব্যাগ, জামা, বেল্ট, এমনকি গয়নাতেও সেই রয়্যাল বেঙ্গলের চেনা প্রতীক থাকে। দিন তিনেক আগে নিজের ইনস্টাগ্রাম পেজে সব্যসাচী একটি হিরে এবং পান্নাখচিত রয়্যাল বেঙ্গলের আদলের সোনার ব্রেসলেটের ছবি দিয়েছিলেন। অনেকে মনে করছেন, সেই ব্রেসলেট মেট গালায় শাহরুখের হাতেও দেখা যেতে পারে। কৃষ্ণাঙ্গদের ফ্যাশনে একটা সময়ে পশুচর্মও ব্যবহৃত হত। শাহরুখের রয়্যাল বেঙ্গল টাইগার অনুপ্রাণিত পোশাকে তারও দেখা মিলবে কি? আপাতত সবই জল্পনা। আইপিএলের মরসুমে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট দলের মালিক শাহরুখ নিউ ইয়র্কে কী পরে হাজির হতে চলেছেন, তা মঙ্গলবার ভোরেই মেট গালার সরাসরি সম্প্রচারে জানা যাবে।
সব্যসাচীর বেঙ্গল টাইগার ব্রেসলেট। ছবি: ইনস্টাগ্রাম
মেট গালা আসলে কী?
প্রতি বছর ‘মেট গালা’ হয় নিউ ইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজ়িয়ামে। ওই মিউজ়িয়ামের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য। সে জন্য প্রতি বছর একটি ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই প্রদর্শনীতে যোগ দেন গোটা দুনিয়ার রুপোলি জগতের সঙ্গে নানা ভাবে যুক্ত নামী ব্যক্তিত্বেরা।
মেট গালার পোশাক নিয়ে ভাবনা কেন?
মেট গালার বিশেষত্ব তার পোশাকেই। তবে ওই ফ্যাশন প্রদর্শনীতে শুধু ভাল দেখতে বা ফ্যাশনেবল পোশাক পরে এলেই হয় না। আমন্ত্রিত অতিথিদের পোশাক পরতে হয় একটি বিশেষ ভাবনা বা ‘থিম’কে মাথায় রেখে, যে ‘থিম’ প্রতি বছর আমন্ত্রিতদের জন্য আগে থেকেই ঘোষণা করা দেন মেট গালার আয়োজকেরা। এ বছরের থিম গত বছরের শেষ দিকেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, ২০২৫ সালের মেট গালার মূল ভাবনা অনুপ্রাণিত হয়েছে কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। ‘থিম’-এর নাম— ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’।
শাহরুখ খান মেট গালায় দেখা দেবেন সব্যসাচীর নকশা করা ‘ব্ল্যাক ফ্যাশন’-এ। ছবি: সংগৃহীত।
টেলরিং ব্ল্যাক স্টাইলের ঐতিহাসিক প্রেক্ষাপট
উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের গোড়ার দিক পর্যন্ত যখন আটলান্টিক ছোঁয়া দেশগুলিতে দাস প্রথা চরমে, কৃষ্ণাঙ্গদের আফ্রিকা থেকে কিনে আমেরিকায় দাস হিসাবে বিক্রি করছে ইউরোপীয়রা, সেই সময়ে আফ্রিকার কৃষ্ণাঙ্গেরা সমাজে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হাতিয়ার বানান ফ্যাশনকে। শুধুমাত্র সাজগোজ বা ফ্যাশন যে সমাজে একটি শ্রেণিকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারে, তা প্রমাণ করেছিল ১৯২০ সালের ‘ব্ল্যাক ফ্যাশন’। কৃষ্ণাঙ্গ মানুষেরা তাঁদের শরীরের আদল নিখুঁত ভাবে বোঝানোর জন্য ফিটেড পোশাক-আশাক পরা শুরু করেন। যাকে বলা হত ‘টেলরিং স্টাইল’। পরবর্তী কালে পুরুষের পাশাপাশি মহিলাদের পোশাকেও আসে টেলরিং স্টাইল। ধীরে ধীরে তাতে জুড়তে থাকে নানা ধরনের নকশা, যা আগে কখনও দেখেনি কৃষ্ণাঙ্গ দুনিয়ার বাইরের বাসিন্দারা। ব্ল্যাকস্টাইলে মুগ্ধ হন তাঁরাও। ওই স্টাইল আপন করে নেন আমেরিকা এবং ইউরোপের পুরুষ এবং মহিলারা। এ বছর মেট গালায় সেই স্টাইলকেই নিজেদের পোশাকে তুলে আনবেন আমন্ত্রিতেরা।