Make up

Summer Makeup: ৩ টোটকা: গরমের হালকা রূপটানেও নজর কাড়বে সাজ

গ্রীষ্মে কী ভাবে নিজের সাজ উজ্জ্বল রাখবেন, অথচ মেকআপ গলে যাবে না, তেমন তিনটি টোটকা জেনে রাখুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ২০:২১
Share:

শীতের মতো কড়া মেকআপ গ্রীষ্মে করলেই মুশকিল। তা ঘামের সঙ্গে গলে গিয়ে কেলেঙ্কারি ঘটতে পারে।

গরমকালে সাজগোজ করতে ইচ্ছা করে না, এমন নয়। কিন্তু যতই সাজুন তা ঠিক থাকে না বেশি ক্ষণ। বরং কিছু ক্ষণ পর নষ্ট হয়ে যায় রূপটান। গরমে ঘেমে একাকার অবস্থা হয়। তাতে দেখতে হয়তো আরওই খারাপ লাগে। কিন্তু তার মানে কি গ্রীষ্মে সাজবেন না। তা তো নয়। বরং এমন একটি কাজ করতে পারেন, যাতে সাজ নষ্ট হওয়ার সুযোগ না থাকে।

Advertisement

এক-এক মরসুমের এক-এক রকম সাজ হয়। শীতের মতো কড়া মেকআপ গ্রীষ্মে করলেই মুশকিল। তা ঘামের সঙ্গে গলে গিয়ে কেলেঙ্কারি ঘটতে পারে। তা বলে কি রূপটান বাদ দেবেন? তা করলে চলবে না। বরং গ্রীষ্মে কী ভাবে নিজের সাজ উজ্জ্বল রাখবেন, অথচ মেকআপ গলে যাবে না, তেমন তিনটি টোটকা জেনে রাখুন।

Advertisement

১) ফাউন্ডেশন, ফেসপাউডার এ সময়ে চলবে না। তাই চোখের সাজে মন দিন। দু’টি কাজ করুন। এক সাধারণ কাজল একটু মোটা করে ব্যবহার করতে পারেন। আর তার চেয়েও বেশি নজর দিন আইলাইনারে। কালো নয়। নীল, সবুজ, বেগুনির মতো উজ্জ্বল রঙের ওয়াটারপ্রুফ আইলাইনার লাগান। মুখ উজ্জ্বল দেখাবে।

গ্রীষ্মে অনেকেরই মনে হয় মরসুমের সঙ্গে বেশি উজ্জ্বল রঙের লিপস্টিক মানায় না। এ সময়ে বেশ চকচকে লিপগ্লস লাগাতে পারেন।

২) তাই বলে কি গ্রীষ্মকালে মুখে একেবারে কিছুই লাগাবেন না? তা নয়। খুব হালকা করে ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশন গলে যেতে পারে মনে হলে লাগিয়ে দেখতে পারেন কোনও পছন্দের ব্র্যান্ডের বিবি ক্রিম। তাতে ত্বক উজ্জ্বল ও আর্দ্র দেখাবে।

৩) লিপস্টিক পছন্দ নয়? গ্রীষ্মে অনেকেরই মনে হয় মরসুমের সঙ্গে বেশি উজ্জ্বল রঙের লিপস্টিক মানায় না। এ সময়ে বেশ চকচকে লিপগ্লস লাগাতে পারেন। এখন লিপগ্লস ব্যবহারের চল কমেছে। কিন্তু গরমের দিনে কোনও হালকা রঙের লিপগ্লস সাজে আনতে পারে চাকচিক্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন