২ মিনিটেই ঠোঁট হবে মসৃণ। ছবি: সংগৃহীত।
যতই শীত জাঁকিয়ে পড়ুক সব সময় নিয়ম করে ঠোঁটের যত্ন নেওয়া হয় না। তা ছাড়া ত্বকের ধরন রুক্ষ হলে ক্রিম বা লিপবাম দেওয়ার পরেও ঠোঁট শুকিয়ে ছাল উঠতেই থাকে। তা ছাড়া ঠোঁট চাটা বা ধূমপানের অভ্যাস থাকলে এই সমস্যা হয় আরও বেশি।
মহিলাদের ক্ষেত্রে অনেক সময়ই হয়, সাজতে গিয়ে খেয়াল করলেন ঠোঁট শুকিয়ে ছাল উঠছে। মাত্র ১০ মিনিটে ক্রিম বা বাম দিয়ে ঠোঁটের ছাল নরম করে ওষ্ঠ মসৃণ করা সত্যিই কঠিন। এদিকে, সেই ছাল টেনে তুলতে গেলে রক্তপাত অবধারিত। এ দিকে লিপবাম দিয়ে ছাল নরম করা গেলেও, অসমান ঠোঁটে লিপস্টিক লাগালে তা দেখতে ভাল লাগে না। এ ক্ষেত্রে উপায়?
১। চিনি আর অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিন। ঠোঁটের উপর হালকা হাতে ঘষুন। মিনিট ২ ঘষলেই ধীরে ধীরে ঠোঁটের শক্ত ছাল নরম হয়ে উঠে যাবে।
২। হাতে সময় থাকলে তিসির বীজ জলে ভিজিয়ে রাখুন। তার সঙ্গে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটিও ত্বকে দ্রুত আর্দ্রতা জোগায়। নিয়ম করে তা প্রতি দিন ব্যবহার করলে ঠোঁট শুধু নরম হবে না, থাকবে গোলাপি আভাও।
৩। ওট্স, কাঠবাদাম গুঁড়িয়ে রাখুন। দুধে ভিজিয়ে মিশ্রণটি দিয়ে ঠোঁটে ২ মিনিট ধরে মাসাজ করে নিন। তার পরে জল দিয়ে ধুয়ে নিন। ঠোঁট নরম হয়ে যাবে।
এই তিন কৌশলেই ঠোঁটের মরা কোষ সহজে তুলে ফেলা যায়। তার ফলে ঠোঁট নরম এবং পরিষ্কার হয়ে যায়।