Homemade face mask

ক্রিম মাখার ২ ঘণ্টার মধ্যেই মুখ শুকনো দেখায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরোয়া ৩ প্যাক

ক্রিম মেখেও মুখের শুষ্ক ভাব যায় না। তা হলে বাড়িতে বানিয়ে ফেলুন বিশেষ প্যাক। নিয়ম মেনে ব্যবহার করলে বশে থাকবে তারুণ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৯:২৩
Share:

শুষ্ক ত্বকের জন্য বাড়িতেই বানিয়ে নিন ফেস মাস্ক। ছবি: সংগৃহীত।

শীতের দিনে মুখের ত্বক খানিক শুষ্ক হয়ে যায়। হাত-পাও শুকনো দেখায়। তবে ক্রিম মাখলে সাধারণত সেই সমস্যা মেটে। কিন্তু যাঁদের ক্রিম মাখলেও, খানিক পরেই মুখ শুকিয়ে যায় তাঁরা কী করবেন?

Advertisement

রূপচর্চা শিল্পীরা বলেন, মরসুম অনুযায়ী প্রসাধানীতে বদল প্রয়োজন। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজ়িং করতেই হবে। তবে এমন প্রসাধনী বাছাই করতে হবে যেগুলি অয়েল বা ক্রিম বেসড। নিয়মিত রূপচর্চা ছাড়াও ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ফেস প্যাক, যা ত্বকের বাড়তি যত্ন নেবে। রুক্ষ হতেই দেবে না মুখ।

নারকেল দুধ ও মধুর ফেস প্যাক

Advertisement

শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফেস প্যাক। নারকেলের দুধে রয়েছে ফ্যাটি অ্যাসিড। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ারের কাজ করে। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বর্ম হিসাবে কাজ করে। অতিরিক্ত শুষ্ক ত্বক যাঁদের, তাঁদের জন্য এই ফেস প্যাক ভাল।

উপকরণ

• নারকেল দুধ: ২ টেবিল চামচ (তাজা হলে ভালো)

• মধু: ১ টেবিল চামচ

• ওট্‌স গুঁড়ো: ১ টেবিল চামচ

তিন উপকরণ ভাল করে মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে ক্রিমের মতো প্যাকটি মুখে এবং গলায় ৫-৭ মিনিট মাসাজ় করুন। আরও ৫ মিনিট মুখে বসতে দিন। তার পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা জেল এবং আমন্ড অয়েল

অ্যালো ভেরাও ত্বকের জন্য ভাল। কাঠবাদামের তেল ত্বককে আর্দ্র রাখতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করে। এর সঙ্গে যোগ করে নিন ভিটামিন ই ক্যাপসুল। ত্বকে ঔজ্জ্বল্য আনে এই ভিটামিন।

উপকরণ

অ্যালোভেরা জেল: ১ টেবিল চামচ

কাঠবাদামের তেল ১ টেবিল চামচ

ভিটামিন ই ক্যাপসুল: ১টি

সমস্ত উপকরণ মিশিয়ে নিন। মুখ পরিষ্কার করার পরে মিশ্রণটি ৫ মিনিট মাসাজ করুন। সঙ্গে সঙ্গে ধুয়ে না ফেলে মিনিট ১৫ মুখে রাখুন। তার পর ঈষদুষ্ণ জলে তোয়ালে ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন।

অ্যাভোকাডো এবং মধুর মাস্ক

অ্যাভোকাডো ফলটি স্বাস্থ্যের পক্ষে যতটা উপকারী ত্বকের জন্যও তাই। পুষ্টিগুণে ভরপুর অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এর শাঁস মাখনের মতো।

উপকরণ

২ টেবিল চামচ অ্যাভোকাডোর শাঁস

১ টেবিল চামচ মধু

মুখ ভাল করে পরিষ্কার করে নিয়ে দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখে ক্রিমের মতো মেখে মাসাজ করুন। এই ধরনের প্যাক ত্বক টেনে নেবে। খানিক পরে মুখ ধুয়ে নিন।

মাসে ৩-৪ বার ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এই ধরনের প্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ ভাবে সাহায্য করে। তবে প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট জরুরি। পরীক্ষামূলকভাবে হাতের ত্বকে ফেস প্যাকটি লাগিয়ে দেখে নিতে হবে কোনও সমস্যা হচ্ছে কীনা। তারপরে এটি মুখে ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement