Hair Pack with Leaves

লম্বা চুলের শখ? বাড়ির দু’টি গাছের পাতা দিয়ে তৈরি করে নিন উপকারী হেয়ার মাস্ক, শিখুন ধাপে ধাপে

চুল পড়া, খুশকি, মাথার ত্বকে চুলকানি, এ সব সমস্যার প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে ঘরোয়া উপাদানেই। বিশেষ এই দুই গাছের পাতা যে স্বাস্থ্য থেকে রূপ চর্চায় অত্যন্ত কার্যকরী, তা অধিকাংশ চিকিৎসকই স্বীকার করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৫:০০
Share:

চুলের মাস্ক বানানোর পদ্ধতি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

আপনার বাড়ির বাগানেই হয়তো তরতাজা হয়ে বেড়ে উঠছে দু’টি গাছ। তবে কেবল বাগানের শোভা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ না রেখে রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন। বিশেষ এই দুই গাছের পাতা যে স্বাস্থ্য থেকে রূপের চর্চায় অত্যন্ত কার্যকরী, তা অধিকাংশ চিকিৎসকই স্বীকার করেন। নিমের মতো মস্ত একটি গাছ আর তুলসীর মতো ছোট্ট একটি গাছের পাতা ব্যবহার করে চুলের স্বাস্থ্য উন্নত করতে পারেন আপনি। নিম ও তুলসীর পাতা দিয়ে হেয়ারমাস্ক বানিয়ে মাথায় মাখলে দ্রুত বাড়তে পারে চুলের দৈর্ঘ্য।

Advertisement

তার আগে জেনে নিতে হবে, নিম-তুলসীর এই হেয়ারমাস্ক কেন এত উপকারী—

চুল পড়া, খুশকি, মাথার ত্বকে চুলকানি, এ সব সমস্যার প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে ঘরোয়া উপাদানেই। তেমনই তুলসী ও নিমের যুগলবন্দি প্রাচীন কাল থেকেই ত্বক ও চুলের জন্য কার্যকর ভেষজ। নিম মাথার ত্বকের সংক্রমণ ও খুশকি কমায়, তুলসী চুলের গোড়া মজবুত করে ও দ্রুত চুল গজাতে সাহায্য করে। এই দুই পাতার মিশ্রণের উপকারে মাথার ত্বক পরিপুষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘ চুলের অধিকারী হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু কী ভাবে এমন হেয়ারমাস্ক বানাবেন? নিম এবং তুলসীর পাতা ছাড়া আর কী কী উপকরণ প্রয়োজন পড়বে?

Advertisement

জেনে নিন মাস্কের প্রস্তুতপ্রণালী

উপকরণ

এক মুঠো টাটকা নিমপাতা

এক মুঠো তুলসীপাতা

৩ টেবিলচামচ নারকেল তেল

১ টেবিলচামচ অ্যালোভেরা জেল

কয়েক ফোঁটা টি ট্রি বা অন্য কোনও এসেনশিয়াল অয়েল

নিম আর তুলসী পাতার প্যাক। ছবি: সংগৃহীত।

প্রণালী

১. প্রথমে নিম ও তুলসী পাতা ধুয়ে মুছে শুকিয়ে নিন।

২. অল্প জল দিয়ে দু’টি পাতা একসঙ্গে মিশিয়ে বেটে নিন।

৩. এ বার নারকেল তেল গরম করে বাটায় মিশিয়ে দিন।

৪. শেষে অ্যালোভেরা জেল ও এসেনশিয়াল অয়েল যোগ করে মিশ্রণটিকে মসৃণ করে নিন।

এই মিশ্রণ বোতলে রেখে ২–৩ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

ব্যবহারের নিয়ম

চুল আঁচড়ে মাঝে সিঁথি করে নিন। তার পর দু’ভাগে চুলের ফাঁকে ফাঁকে মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে নিন। আলতো হাতে মালিশ করলে বেশি উপকার পাবেন। গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে। তার পর শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা রেখে হালকা গরম জলে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শেষে কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement