Malaika Arora’s Pre-Makeup Skincare

মেকআপের ঠিক আগে মালাইকা কী করেন? আপনিও রূপটান পছন্দ করেন কি? তা হলে শিখে নিতে হবে

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় রূপচর্চার টিপ্‌স দিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। তাঁর মতে, নগ্ন ত্বকে শুরুতেই মেকআপের রং মেখে নেওয়া উচিত নয়। এর ফলে ত্বকে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১১:৫৫
Share:

মেকআপের আগে রূপচর্চা করুন মালাইকার মতো। ছবি: সংগৃহীত।

বয়স ৫১ বছর। কিন্তু প্রৌঢ়ত্বের ছাপ পড়তে যেন এখনও ঢের দেরি রয়েছে। ত্বকচর্চা এবং শরীরচর্চা নিয়ে অত্যন্ত সচেতন বলিউডের তারকা মালাইকা অরোরা। তাঁর রূপের রহস্য জানার জন্য মুখিয়ে রয়েছেন বিস্তর অনুরাগী! তাঁদের জন্য সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় রূপচর্চার টিপ্‌স দিলেন অভিনেত্রী। তাঁর মতে, নগ্ন ত্বকে শুরুতেই মেকআপের রং মেখে নেওয়া উচিত নয়। এর ফলে ত্বকে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। সে কথা অনেকেই জানেন। কিন্তু তার সমাধান জানেন না। মালাইকা নিজে কী করেন, সেটি জেনে নিলেই সুবিধা হতে পারে।

Advertisement

মোট ৬ ধাপে মালাইকা ত্বকচর্চা করেন মেকআপের আগে—

১। ফেস মিস্ট: সব কিছুর আগে ফেস মিস্ট দিয়ে মুখের ত্বককে আর্দ্র করে তোলেন মালাইকা। ফেস মিস্ট বেছে নেওয়ার সময়ে অবশ্যই হাইড্রেটিং ফেস মিস্ট বেছে নেওয়া উচিত। হঠাৎ ফেস মিস্টের ছিটে ত্বককে সজাগ করে তোলে। আর্দ্রতা ধরে রাখার জন্য মিস্টের প্রয়োজন রয়েছে। ত্বক যাতে খুব বেশি টানটান বা শুষ্ক না হয়ে যায়, সে জন্যে এ ধাপটি গুরুত্বপূর্ণ। তা ছাড়া মেকআপ সামগ্রী ভালমতো ত্বকে বসানোর জন্যও এই বেসের প্রয়োজনীয়তা আছে।

Advertisement

২। জ়েড রোলার: এর পর জে়ড রোলার দিয়ে ফেস মাসাজ করে নেন মালাইকা। মুখের রক্ত সঞ্চালন ভাল হয়, উপরন্তু ফোলা ভাব কমে যায়। জ়েড পাথর দিয়ে বানানো ত্বকচর্চার রোলার। চিনে প্রাচীন চিকিৎসায় ব্যবহৃত হত এই পাথর। এখন বিশ্বের অধিকাংশ দেশে ব্যবহৃত হয় মাসাজ রোলার হিসেবে।

৬ ধাপে মালাইকা ত্বকচর্চা করেন মেকআপের আগে। ছবি: সংগৃহীত।

৩। গুয়া শা: এ বার গুয়া শা দিয়ে মুখে মাসাজ করেন তিনি। বিশেষ করে চোখের তলায় আলতো করে গুয়া শা বুলিয়ে নেন। ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ে, টানটান হয়, টোন্‌ড হয় মুখের পেশিগুলি। পূর্ব এশিয়ায় ত্বকচর্চার গুরুত্বপূর্ণ জিনিস গুয়া শা। ত্বক চাঁছা বা পালিশ করার জন্য ব্যবহার করা হয় এটি।

৪। চোখের তলার প্যাচ: চোখের তলার কালি বা ফোলা ভাব দূর করতে ঠান্ডা প্যাচ পরে নেন অভিনেত্রী। এর ফলে চোখের মেকআপ সামগ্রীগুলি ভালমতো বসতে পারে।

৫। ময়েশ্চারাইজ়ার: মেকআপ বা ত্বকচর্চার সময়ে অনেকেই গলাকে অবহেলা করেন। মালাইকা কিন্তু প্রাক্-মেকআপ ত্বকচর্চায় গলার যত্ন নিতে ভোলেন না। তিনি ময়েশ্চারাইজ়ার মেখে নেন মেকআপের আগে।

৬। লিপ বাম: সারা মুখে সুন্দর মেকআপ, এ দিকে ফেটে যাচ্ছে ঠোঁট। এমন সমস্যায় যাতে না পড়তে হয়, তাই মালাইকা লিপ বাম মেখে নেন মেকআপ শুরুর আগে। এতে ঠোঁট আর্দ্র থাকে। শুষ্কতা, ফেটে যাওয়ার প্রবণতা দূর হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement