Modelling

Beauty Contest: মেক আপ ছাড়াই ইংল্যান্ডে সৌন্দর্য প্রতিযোগিতায় মুখ দেখাবেন মডেল, ৯৪ বছরে এই প্রথম

মেলিসা রাউফ নামের এক মডেল অংশ নিচ্ছেন মিস ইংল্যান্ড প্রতিযোগিতায়। কোনও রূপটান ছাড়াই এই প্রতিযোগিতায় নামবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ২০:৩০
Share:

ছক ভাঙতে বদ্ধপরিকর এক মডেল। ছবি: সংগৃহীত

মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ৯৪ বছরের ইতিহাসে এই প্রথম মেক আপ ছাড়াই অংশ নিতে চলেছেন এক মডেল। মেলিসা রাউফ নামের ২০ বছর বয়সি ওই মডেল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী।

Advertisement

সংবাদমাধ্যমকে মেলিসা জানিয়েছেন, কোনও রকম কৃত্রিমতা ছাড়াই নিজের ভিতরের সৌন্দর্য সকলের সামনে প্রকাশ করতে চান তিনি। তাই এমন সিদ্ধান্ত তাঁর। তরুণীর আরও দাবি, সমাজ ও নেটমাধ্যমে সৌন্দর্যের এক ধরনের ধরাবাঁধা মাপকাঠি ঠিক করে দেওয়া হয়েছে। তার সঙ্গেই তাল মেলাতে বহু নারী ইচ্ছা না থাকলেও রূপটান করতে বাধ্য হন। এই ছক ভাঙতে বদ্ধপরিকর তিনি।

২০১৯ সালে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় একটি নতুন ধাপ চালু করা হয়। সেই ধাপে রূপটান ছাড়াই নামতে হয় প্রতিযোগীদের। ফলে তাঁরা রূপটান ছাড়া কেমন, তা বুঝতে পারেন বিচারকরা। কিন্তু গোটা প্রতিযোগিতাতেই কোনও রকম রূপটান ছাড়া নামবেন এক মডেল, এমন ঘটনা এই প্রথম বলেই জানাচ্ছেন প্রতিযোগিতার উদ্যোক্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন