বর্ষা মানেই তেলতেলে মুখ, ব্রণের সমস্যা? সমাধান দিলেন রূপচর্চা শিল্পী। ছবি: আনন্দবাজার ডট কম
গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত— ঋতুভেদে বদলে যায় ত্বকের সমস্যা। শীতে যেমন ত্বকে শুষ্ক ভাব থাকে, তেমনই গ্রীষ্ম বা বর্ষায় মুখে হাত দিলেই চটচটে বোধ হয়। বিশেষত ঘেমে গেলে। সে কারণেই অনেকে বুঝতে পারেন না, কী ভাবে রূপচর্চা করবেন। শীতের ময়েশ্চরাইজ়ার বর্ষাতেও মাখবেন কি না।
বর্ষা মানেই আর্দ্র আবহাওয়া। এই বৃষ্টি, পরক্ষণেই রোদ। টানা বৃষ্টি হলেই আবার স্যাঁতসেঁতে আবহ। এমন পরিস্থিতিতে কী ভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত, পরামর্শ দিচ্ছেন ব্লসম কোচার। প্রসাধনী জগতে তিনি এক পরিচিত মুখ। বহু বছর ধরে সৌন্দর্য, অ্যারোমাথেরাপি নিয়ে কাজ করছেন ব্লসম। দেশে-বিদেশে বহু মানুষকে হাতে ধরে কাজও শিখিয়েছেন। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি রূপচর্চার কৌশল বাতলান। বর্ষার রূপচর্চা নিয়ে সমাজমাধ্যমে বিভিন্ন সময়ে টিপ্স দিয়েছেন তিনি। কী ভাবে ত্বক ভাল রাখা যায় এমন মরসুমে, জেনে নিন তা।
ক্লিনজ়িং: ত্বকের যত্নের শুরুতে সব সময় মুখ পরিষ্কার করে করা দরকার। এই সময়ে যেহেতু মুখে তেলতেলে ভাব বেশি থাকে, সে কারণে ত্বকের ধরন এবং সমস্যা বুঝে প্রসাধনী বাছাই জরুরি। তৈলাক্ত ত্বকের ধরন যাঁদের, তাঁদের জন্য বর্ষায় পুদিনা দেওয়া ক্লিনজ়ার বা মৃদু কোনও ফেসওয়াশ ব্যবহার করতে বলছেন রূপচর্চা শিল্পী। ত্বকের ধরন তৈলাক্ত হলে দিনে তিন বার ভাল করে জল দিয়ে মুখ ধোয়া জরুরি। ক্লিনজ়ারের পর আসে টোনার। অ্যালকোহল নেই এমন টোনার বেছে নিতে হবে। তুলোর সাহায্যে বা স্প্রে করে সেটি মুখে লাগিয়ে নিন।।
ঘরোয়া ক্লিনজ়ারও ব্যবহার করা যেতে পারে। ব্লসম কোচার বলছেন ১ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ মুসুর ডাল এবং ১ চা-চামচ মেথি গুঁড়ো করে মিশিয়ে নিতে। মিশ্রণটি শিশিতে ভরে রেখে গোলাপজলে গুলে নিয়ে সকালে মুখে মাখতে। কিছু ক্ষণ রেখে তার পর তা ধুয়ে ফেলতে।
র্যাশ, ঘামাচি: বর্ষার মরসুমেও কারও কারও ঘামাচির সমস্যা হয়। ছোট ছোট র্যাশও হয়। এ জন্য ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে মাখার পরামর্শ দিচ্ছেন ব্লসম। ১৫ মিনিট রেখে সেটি ধুয়ে ফেলতে হবে। দই বাদ দিয়ে শুধু চন্দন বাটা বা চন্দনের গুঁড়োও জলে গুলে মাখা যেতে পারে।
লেবুর রস এবং মধু: ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে পাতিলেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মাখার পরামর্শও দিচ্ছেন রূপটান শিল্পী।
জেল জাতীয় প্রসাধনী: ত্বকের ধরন তৈলাক্ত হলে বর্ষায় জেল বেস্ড প্রসাধনী ব্যবহার করা দরকার। ময়েশ্চারাইজ়ার হোক বা সানস্ক্রিন, তেল বা ক্রিমজাতীয় প্রসাধনী এড়িয়ে চলাই ভাল।
ব্লসম জানাচ্ছেন, ত্বক ভাল রাখার অন্যতম শর্তই হল দিনভর পর্যাপ্ত জল খাওয়া। ঈষদুষ্ণ জলে পাতিলেবু এবং সৈন্ধব লবণ মিশিয়ে খেলেও ত্বকের দীপ্তি বজায় থাকবে।