Moringa leaves for skin care

শুধু খাবারে নয়, রূপচর্চাতেও কাজে লাগাতে পারেন সজনেপাতা! ত্বকের কোন কোন সমস্যায় কাজ করে

সময় যতই এগিয়ে চলুক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া ভাবে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা কমেনি কখনও। যাঁরা ও ভাবে ত্বকের পরিচর্যা করতে চান। তাঁরা সজনে পাতা দিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:৩০
Share:

ছবি : সংগৃহীত।

ত্বকের পরিচর্যায় নানারকম প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। বাজার চলতি পণ্যে থাকা রাসায়নিক এড়াতেই সহজ পথ ছেড়ে ঈষৎ পরিশ্রমের পথ বেছে নেন মানুষ। মনে করেন, তাতে অন্তত ত্বকের ক্ষতি এড়ানো যাবে। দীর্ঘ মেয়াদে ভাল ত্বকের অধিকারী হবেন। তাই সময় যতই এগিয়ে চলুক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া ভাবে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা কমেনি কখনও। যাঁরা ও ভাবে ত্বকের পরিচর্যা করতে চান। তাঁরা সজনে পাতা দিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন।

Advertisement

সজনে পাতা ত্বকের যত্নের জন্য খুবই উপকারী। এতে থাকা ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে। কিন্তু কী ভাবে তা দিয়ে ফেস প্যাক বানাবেন? জেনে নিন।

১. ত্বক উজ্জ্বল ও টানটান করার প্যাক

Advertisement

এই প্যাকটি ত্বককে আর্দ্রতা যোগাতে এবং বলিরেখা দূর করতে সহায়ক।

উপকরণ: সজনে পাতার গুঁড়ো: ১ চামচ, মধু: ১ চামচ, অ্যালোভেরা জেল: ১ চামচ

ব্যবহার পদ্ধতি: সবকটি উপাদান একটি পাত্রে ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এই মিশ্রণটি লাগান। ১৫ মিনিট অপেক্ষা করার পর ঠাণ্ডা বা হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. জেল্লা ফেরাতে ও কালচে ভাব দূর করার প্যাক

এই প্যাকটি ত্বকের কালচে ভাব দূর করে জেল্লা ফেরাতে সাহায্য করে।

উপকরণ: সজনে পাতার গুঁড়ো: ২ চামচ, টক দই: ২ চামচ

ব্যবহার পদ্ধতি: সজনে পাতার গুঁড়ো ও টক দই ভালভাবে মিশিয়ে নিন। মুখ পরিষ্কার করে এই প্যাকটি ১৫-২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। এরপর জলের ঝাপটা দিয়ে মুখ ভালভাবে পরিষ্কার করে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।

৩. ত্বক পরিষ্কার ও ব্রণ নিয়ন্ত্রণের প্যাক

এই প্যাকটি অতিরিক্ত সিবাম নিয়ন্ত্রণ করে, ত্বকের রন্ধ্রপথ পরিষ্কার রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে।

উপকরণ: সজনে পাতার গুঁড়ো: ১ চামচ, মুলতানি মাটি: ১ চামচ, গোলাপ জল পরিমাণমতো

ব্যবহার পদ্ধতি: একটি বাটিতে সজনে পাতার গুঁড়ো এবং মুলতানি মাটি নিন। ঘন পেস্ট তৈরি করার জন্য পরিমাণমতো গোলাপ জল বা সাধারণ জল মেশান। মিশ্রণটি মুখে ও গলায় ভাল করে লাগান। চোখ ও ঠোঁটের চারপাশের অংশ এড়িয়ে চলুন। প্যাকটি শুকিয়ে গেলে (প্রায় ১৫-২০ মিনিট) জল দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement