কোন তেলে চুল ঘন হবে, তাড়াতাড়ি লম্বাও হবে। ছবি: ফ্রিপিক।
ঘরোয়া টোটকায় যে কত সমস্যার সমাধান লুকিয়ে থাকে তার হিসাব নেই। বিশেষ করে রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া টোটকার কোনও বিকল্প নেই। লম্বা, ঘন, কালো চুলের শখ অনেকেরই থাকে। কোমর অবধি লম্বা চুল হবে এমন আশা করে অনেকেই চুল কাটতে চান না। কিন্তু চুল বাড়লেই তো হল না, চুলের গোড়াও মজবুত থাকা জরুরি। পাশাপাশি চুলের ঘনত্বও বাড়তে হবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, ডগা ফাটার সমস্যা হচ্ছে কি না। যদি লম্বা ও জেল্লাদার চুল চান, তা হলে গাদাখানেক প্রসাধনী মেখে লাভ হবে না। বরং ব্যবহার করতে হবে একটি বিশেষ তেল।
চুলের স্বাস্থ্যের জন্য ননা রকম ভেষজ তেলের কথা বলা হয়, যেমন জবাফুলেরর তেল, তুলসী, নিম, জলপাই, কাঠবাদামের তেল, আরও কত কী! এদের মধ্যে তুলসীর তেল রুক্ষ ও শুষ্ক চুলের জন্য খুবই উপকারী। তুলসী পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ভাইরাল উপাদান। মাথার ত্বকের যে কোনও সংক্রমণও রোধ করতে পারে।
তুলসীর তেল কী ভাবে বানাবেন?
টাটকা তুলসী পাতা নিয়ে সেগুলিকে শুকিয়ে নিন। ভাল করে শুকিয়ে নিতে হবে। রোদে রাখতে পারলে ভাল হয়।
এ বার একটি কাচের জারে তুলসী পাতাগুলি নিয়ে সেগুলি গুঁড়ো করে পিষে নিন।
জারটির মধ্যে নারকেল তেল বা জলপাইয়ের তেল ভর্তি করুন। তুলসী পাতাগুলি তাতে ভাসবে।
কাচের জারটি রোদে রেখে দিতে হবে ২ থেকে ৩ সপ্তাহ। তুলসী পাতাগুলি পুরোপুরি তেলে মিশে যাবে। এই তেল রোজ নিয়ম করে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে হবে। তা হলেই চুলের বৃদ্ধি হবে। চুল উজ্জ্বল ও জেল্লাদারও হবে।