Hair Care Mistakes

স্নানের আগে না কি রাতে, কখন তেলমালিশ করলে চুল পড়া বন্ধ হবে, জানালেন আলিয়ার কেশসজ্জাশিল্পী

স্নানের আগে তেল দিয়ে মাথার তালুতে মালিশ করে নিয়ে শ্যাম্পু করে নেন অনেকে। আবার শ্যাম্পু করবেন বলে কেউ আগের দিন রাতেও চুলে তেল মাখেন। সকালে স্নানের সময় শ্যাম্পু করে নেন। কোনটি বেশি স্বাস্থ্যকর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:০১
Share:

চুলে তেলমালিশের সময় কোন ভুল এড়িয়ে চলবেন? ছবি: এআই।

চুলের যত্নে তেলের কোনও বিকল্প নেই। চুলের পুষ্টি থেকে শুরু করে নতুন চুল গজানো— নিয়মিত তেলমালিশে লাভ অনেক। হালফ্যাশনে উৎসব-অনুষ্ঠানে চুল বাঁধার বদলে এখন অনেকেই স্ট্রেটনিং, কেরাটিন, স্মুদনিং করান। এই তিন ক্ষেত্রেই চুলে তাপ প্রয়োগ করা হয়। আর তাপ ব্যবহারের ফলে ব্যাপক ক্ষতি হয় চুলের। এই ক্ষতি রুখতেও তেলের জুড়ি মেলা ভার। চুল ভাল রাখার পাশাপাশি চুলের রুক্ষ ভাব দূর করতে, চুল ঝরার সমস্যা কমাতে, খুশকি তাড়াতেও তেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Advertisement

স্নানের আগে তেল দিয়ে মাথার তালুতে মালিশ করে নিয়ে শ্যাম্পু করে নেন অনেকে। আবার শ্যাম্পু করবেন বলে কেউ আগের দিন রাতেও চুলে তেল মাখেন। সকালে স্নানের সময় শ্যাম্পু করে নেন। অনেকের ধারণা যত বেশি ক্ষণ চুলে তেল মেখে রাখা যায়, ততই সুন্দর হবে চুল। কিন্তু সারা রাত চুলে তেল মাখার অভ্যাস আদৌ চুলের পক্ষে ভাল?

অভিনেত্রী আলিয়া ভট্টের কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুর কিন্তু সারা রাত তেল মেখে রাখার পক্ষপাতী নন। অমিত বলেন, ‘‘বিভিন্ন সংস্কৃতিতে বছরের পর বছর ধরে চুলে তেল লাগানোর প্রথা চলে এসেছে। আমি মনে করি, চুলে তেল লাগানোর পদ্ধতিকে ‘প্রি-ওয়াশ ট্রিটমেন্ট’ হিসাবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ স্নানের আগে চুলে তেল লাগানো যেতে পারে। মাঝ বরাবর থেকে শেষ প্রান্ত পর্যন্ত, চুলের যত্নে তেলের ভূমিকা অস্বীকার করা যায় না। চুল কেমন দেখতে লাগবে তা নির্ভর করে চুল তেলের পুষ্টিগুণ পেয়েছে কি না তার উপর। চুলের ক্ষতি রুখতেও তেল সাহায্য করে, তবে পরোক্ষ ভাবে। তবে শুধু তেল মালিশ করলেই চুলের সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই।’’

Advertisement

স্নানের আগে ৪০-৪৫ মিনিটের বেশি সময় চুলে তেল মেখে না রাখাই ভাল। এতে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। সারা রাত তেল মেখে রাখলেই বেশি উপকার মিলবে, এমন কোনও মানে নেই। রাতে চুলে তেল মাখার আলাদা কোনও উপকারিতা নেই। বরং ক্ষতি। এতে মাথার তালুতে ফুসকুড়ি, ব্রণও হয়। শ্যাম্পু করার সময় চুল ঝরার পরিমাণ অনেকটা বেড়ে যায়। দীর্ঘ ক্ষণ চুলে তেল মেখে রাখলে মাথায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে। এতে চুল ঝরে যওয়ার সমস্যা আরও বেড়ে যায়। তাই শ্যাম্পু করার ৪০-৪৫ মিনিট আগে তেল মেখে নিলেই যথেষ্ট।

অমিতের মতে, চুলের সমস্যা রুখতে গেলে কেবল তেলের উপর নির্ভর করলেই চলবে না। ডায়েট, শরীরে হরমোনের ভারসাম্য, দূষণ— ইত্যাদি নানা কারণে চুল পড়ে। অমিত বলেন,‘‘যদি চুল পড়ার হার যদি খুব বেড়ে যায় তা হলে তেলের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তিনিই বুঝতে পারবেন ঠিক কেন চুল পড়ছে, আর কী ভাবে চুল পড়া বন্ধ হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement