Dandruff Remedies

ঔষধি শ্যাম্পু মেখেও শীতে খুশকির সমস্যা কমছে না? স্নানের সময় কোনও ভুল করছেন না তো?

মরসুম বদলের প্রভাব পড়ে ত্বকে এবং চুলে। শীতশেষে ত্বকে টান ধরছে। শীতে কারও সমস্যা হয় খুশকির, কারও চুল আরও রুক্ষ হয়ে যায়। স্নানের সময় একটা ছোট ভুলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪
Share:

শীতের দিনে কেন বাড়ছে খুশকির সমস্যা? ছবি: এআই।

শীতের দিনে গিজ়ার চালিয়ে প্রচণ্ড গরম জলে স্নান করতে শুরু করেন অনেকেই। ঠান্ডার সময়ে গরম জলে স্নান করলে আরাম লাগে তা ঠিক। তবে অতিরিক্ত গরম জল যেমন ত্বকের ক্ষতি করে, তেমনই চুলেরও। মাথার ত্বক শুষ্ক হয়ে গিয়ে চুল যেমন রুক্ষ হয়ে যায়, তেমনই খুশকির সমস্যাও বাড়তে পারে। শীতের সময়ে এমনিতেও মাথার ত্বক শুকিয়ে গিয়ে চুলকানি, র‌্যাশ হয় অনেকের। চুলের ডগা ফাটার সমস্যাও দেখা দেয়। এ সবের কারণ অতিরিক্ত গরম জল নয় তো?

Advertisement

অতিরিক্ত গরম জলে স্নান করলে ত্বকের নিজস্ব তেল সেবাম নষ্ট হয়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। ত্বকে দাগছোপ বা পিগমেন্টেশনের সমস্যাও বেড়ে যেতে পারে। বেশি গরম জলে স্নান করলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়লে খুশকির উপদ্রব বেড়ে যেতে পারে।

খুশকি সাধারণত কিছু ব্যাক্টেরিয়া ও ছত্রাকের কারণে হয়। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক ও খসখসে হয়ে গেলে সেখানে ব্যাক্টেরিয়া জন্মায়। আর প্রতি দিন অতিরিক্ত গরম জল মাথায় ঢাললে মাথার ত্বক দ্রুত শুকিয়ে যেতে থাকে। তখন সেখানে ব্যাক্টেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হয়। স্ট্যাফাইলোকক্কাস ক্যাপটিস নামক ব্যাক্টেরিয়া মাথার ত্বকে বেশি জন্মায়। এই ব্যাক্টেরিয়ার কারণেই খুশকির সমস্যা বাড়ে। ম্যালাসেজ়িয়া গ্লোবোসা নামে ইস্টের মতো এক ধরনের ছত্রাকের সংক্রমণেও খুশকির প্রকোপ বাড়ে। এই ছত্রাক মাথার ত্বকের তৈলাক্ত ভাব শুষে নেয়। তখন খুশকির সমস্যা দেখা দিতে থাকে। এই ছত্রাকের কারণে মাথার ত্বকে চুলকানি, অস্বস্তিও হয় অনেকের। চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়ার সমস্যাও বাড়ে।

Advertisement

তাই বেশি গরম জল নয়, ঈষদুষ্ণ জলেই স্নান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি, সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement