Tollywood Poila Baishakh Fashion

কেউ শাড়ি, কেউ সালোয়ার, সাবেক ও সাম্প্রতিকের যুগলবন্দি নববর্ষে, কেমন সাজলেন টলিসুন্দরীরা

গ্রীষ্ম ও কালবৈশাখী ঝড়ের আগমনীবার্তা নিয়ে হাজির টলিপাড়ার অভিনেত্রীরা। বাঙালির প্রিয় পার্বণ উদ্‌যাপনের ছবি পোস্ট করে সকলকে নববর্ষের শুভকামনা জানালেন তারকারা। দেখুন তাঁদের বৈশাখী-সাজের ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৮:৩৬
Share:

বৈশাখীসাজে ধরা দিলেন টলিপাড়ার নায়িকারা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৈশাখবরণের পড়ন্ত বেলায় সমাজমাধ্যম উপচে পড়ল নায়িকাদের সাজগোজের ছবিতে। বাঙালির আপন দিন। বাঙালি সাজের উপযুক্ত দিন যে পয়লা বৈশাখই! তাই গ্রীষ্ম ও কালবৈশাখী ঝড়ের আগমনীবার্তা নিয়ে হাজির টলিপাড়ার অভিনেত্রীরা। বাঙালির প্রিয় পার্বণ উদ্‌যাপনের ছবি পোস্ট করে সকলকে নববর্ষের শুভকামনা জানালেন তারকারা। দেখুন তাঁদের বৈশাখী-সাজের ছবি।

Advertisement

পাওলি দাম

নববর্ষে পাওলি দামের সাজ। ছবি: সংগৃহীত।

বাঙালির চিরচেনা সাজ। তাতেও চোখ ফেরানো দায়। বাংলার তাঁতের সুতির শাড়িতে সেজেছেন অভিনেত্রী পাওলি দাম। তবে সাধারণ লালপেড়ে সাদা শাড়ি নয়, একটু বদল এনেছে পাড়ের কাছে সবুজ ও কমলা রঙের কাজ। দুই হাতে গোছা গোছা লাল চুড়ির ভিড়ের মাঝে উজ্জ্বল হয়ে রয়েছে সোনার বালা। সাদা ফুল কাজ করা লাল ব্লাউজ়ের সঙ্গে হালকা এই শাড়ি বেশ মানানসই। কানে বড় দুই সোনার দুল। চুল এলিয়ে পড়েছে কোমর পর্যন্ত। পা সেজেছে রুপোর নূপুরে। ছবি দিয়ে নায়িকা লিখেছেন, “শুভ নববর্ষ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরে আসুক সুখ, শান্তি আর সুন্দর মুহূর্ত।“

Advertisement

মিমি চক্রবর্তী

পয়লা বৈশাখে মিমি চক্রবর্তীর সাজ। ছবি: সংগৃহীত।

জারদৌসি আর কাটদানার কাজ করা হালকা সোনালি শাড়িতে সেজে চুলের ঝড় উড়িয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন ‘ডাইনি’ খ্যাত অভিনেত্রী। হাতে, কানে, আঙুলে সোনার গয়নার যুগলবন্দিতে নেটাগরিকদের চোখের মণি মিমি চক্রবর্তী। অভিনেত্রীর সাজে বিশেষ ভূমিকা পালন করেছে তাঁর হাতের উল্কি।

প্রিয়াঙ্কা সরকার

বছর শুরু উপলক্ষে প্রিয়াঙ্কা সরকারের সাজ। ছবি: সংগৃহীত।

শাড়ি নয়, এই গরমে সালোয়ারেই ভরসা প্রিয়াঙ্কা সরকারের। অভিনেত্রীর সাজে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে জরদৌসির কাজ করা সবুজ সালোয়ার। সঙ্গে গোলাপি ওড়না। আর তাই অলঙ্কারে বাহুল্য না রাখার সিদ্ধান্ত নায়িকার। কানের দুল এবং আংটি ছাড়া আর কোনও সাজের ঘটা নেই। লাল লিপস্টিককে প্রাধান্য দিয়ে কাজলকে প্রায় উপেক্ষা করে গিয়েছেন প্রিয়াঙ্কা। ‘শুভ নববর্ষ’ জানিয়ে সাজের একাধিক ছবি পোস্ট করলেন তিনি।

অপরাজিতা আঢ্য

বাংলার নতুন বছরে অপরাজিতা আঢ্যের সাজ। ছবি: সংগৃহীত।

কাঞ্চি সুতির লালপেড়ে সাদা শাড়ি আর সাদা সুতোর কাজের লাল ব্লাউজ়। আপাদমস্তক বাঙালি সাবেক সাজে ধরা দিলেন অপরাজিতা আঢ্য। খোলা চুল, সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরছোঁয়া, কানে ও গলায় সোনার অলঙ্কার, হাতে শাঁখা-পলা। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, “নতুন সূর্যের আলো, নতুন দিনের শুরু। এই বছর হোক সবার জীবনে স্বপ্নপূরণের বছর। শুভ নববর্ষ ১৪৩২।“

কৌশানী মুখোপাধ্যায়

বৈশাখের প্রথম দিনে কৌশানী মুখোপাধ্যায়ের সাজ। ছবি: সংগৃহীত।

একের পর এক ছবির সাফল্য, তারই মাঝে বৈশাখী-আনন্দ। স্পষ্ট ধরা পড়ল নায়িকার ছবিতে। সিক্যুইনের কাজ করা অরগ্যানজ়া শাড়ি। হালকা গোলাপি আভায় নজর কাড়ছেন কৌশানী মুখোপাধ্যায়। খোঁপায় জুইঁয়ের মালা। হাতে, কানে, গলায় ও আঙুলে মানানসই ভারী গয়না। নায়িকা লিখলেন, “শুভ নববর্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। সবাই ভাল থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাকে ভালবাসা ও আশীর্বাদ দিতে থাকবেন।“

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement