Skin Care tips

মাত্র দুটি উপকরণেই খসখসে হাত হবে কোমল ও মসৃণ, রবিনার টোটকা জেনে রাখুন

হাতের যত্ন নিতে কেউ অলিভ অয়েল মাখেন, আবার কেউ ময়েশ্চারাইজ়ার মালিশ করেন। বাড়ির বড়রা সবসময়েই বলেন নারকেল তেল মালিশ করলে হাত ও পায়ের চামড়া নরম ও টানটান থাকবে। বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন কী করেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৯:০০
Share:

হাত কোমল ও মসৃণ রাখতে রবিনার বিশেষ টোটকা জেনে নিন। ফাইল চিত্র।

দিনের বেশি সময় অফিসে বাতানুকূল ঘরে বসেই কেটে যায়। ফলে আর্দ্রতার অভাবে হাত শুষ্ক হয়ে ওঠে, খসখসে হয়ে যায়। হাতের ত্বকের চামড়া ফেটে চৌচির হয়। শীতকাল এলেও একই সমস্যা দেখা দেয়। শীতকালে যতই গরম পোশাকে নিজেকে জড়িয়ে রাখুন, হাত-পা মোটেও রেহাই পায় না ঠান্ডার প্রকোপ থেকে। অনেকের হাতের ত্বকের চামড়াও ফেটে লাল হয়ে যায়। তা হলে কেমন যত্ন নিলে শীতেও হাত হয়ে উঠবে কোমল?

Advertisement

হাতের যত্ন নিতে কেউ অলিভ অয়েল মাখেন, আবার কেউ ময়েশ্চারাইজ়ার মালিশ করেন। বাড়ির বড়রা সবসময়েই বলেন নারকেল তেল মালিশ করলে হাত ও পায়ের চামড়া নরম ও টানটান থাকবে। বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন তাঁর হাতের যত্ন নিতে বিশেষ একরকম প্যাক ব্যবহার করেন। রবিনা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, মাত্র দুটি ঘরোয়া উপকরণ দিয়েই তিনি তৈরি করেন নেন হাতের জন্য বিশেষ ওই প্যাক। নিয়মিত স্নানের আগে ও রাতে শুতে যাওয়ার আগে হাতে মালিশ করেন। আর তাতেই তাঁর হাত কোমল ও চকচকে থাকে।

কী কী ব্যবহার করেন রবিনা?

Advertisement

অভিনেত্রী জানিয়েছেন, অলিভ অয়েল ও সামান্য নুন দিয়েই হাতের পরিচর্যা করেন তিনি। দুই থেকে তিন চামচ অলিভ তেলের মধ্যে এক চামচ নুন মেশাতে হবে। এই তেল ভাল করে দুই হাতে মালিশ করতে হবে ১৫ মিনিট। কিছু ক্ষণ রেখে তার পর উষ্ণ জলে হাত ধুয়ে ফেলতে হবে।

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ই-এর মতো উপকারী সব উপাদান। ত্বক ভিতর থেকে মসৃণ রাখে বলে অনেকেই শীতকালে ত্বকের পরিচর্যায় ব্যবহার করেন এই তেল। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে এই তেলের জুড়ি মেলা ভার। অলিভ অয়েলে নুন মেশালে সেটি প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করবে। হাতের মৃত কোষ তুলে নরম ও মসৃণ রাখবে। ত্বকে দাগছোপ থাকলে তা-ও উঠে যাবে।

তবে অলিভ অয়েলে নুন মিশিয়ে হাতে মালিশ করার আগে সামান্য একটু লাগিয়ে দেখে নেবেন কোনওরকম অ্যালার্জি হচ্ছে কি না। ত্বক খুব স্পর্শকাতর হলে চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করা ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement