Benefits Of Skincare Active

হায়ালুরোনিক, রেটিনলের নাম শোনা, কোন উপাদান ত্বকের জন্য ভাল বুঝবেন কী করে?

সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে প্রসাধনীর উপকরণ। দোকানে গেলে ময়েশ্চারাইজ়ার, নাইট ক্রিম, সিরামে রকমারি অ্যাসিড, উপাদানের নাম পাওয়া যায়। তার কোনটি উপযোগী, বুঝবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০
Share:

ত্বকের জন্য কোন উপাদান ভাল হবে, বুঝবেন কী করে? ছবি:ফ্রিপিক।

প্রসাধনীর দোকানে গিয়ে একটি জিনিস চাইলেই বার করে দেওয়া হয় রকমারি ব্র্যান্ডের নানা রকম পণ্য। কোনওটিতে লেখা থাকে নিয়াসিনামাইড, কোনওটিতে ভিটামিন সি। তালিকায় থাকে স্যালিসিলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, রেটিনল যুক্ত উপাদানও।

Advertisement

সমাজমাধ্যমে প্রসাধনী নিয়ে চর্চার দৌলতে এই নামগুলির সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু মুশকিল হয় প্রসাধনী বাছাইয়ে। যিনি দীর্ঘ দিন ধরে নির্দিষ্ট ময়েশ্চারাইজ়ার বা বডি লোশন ব্যবহার করছেন তাঁর ক্ষেত্রে বাছাবাছির ব্যাপার থাকে না বটে, তবে নতুন কোনও পণ্য কিনতে গেলেই জানার দরকার পড়ে উপকরণের গুণাগুণ।

ত্বকের ধরন বোঝা দরকার

Advertisement

শুষ্ক, তৈলাক্ত, স্পর্শকাতর বিভিন্ন ধরনের ত্বক হয়। এক একরকম ত্বকের জন্য এক একটি উপাদান কার্যকর। কিন্তু কী ভাবে বুঝবেন আপনার ত্বকের ধরনটি কেমন?

মদু ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ৩০ মিনিট অপেক্ষা করুন। মুখ যদি টান টান লাগে বুঝতে হবে শুষ্ক ত্বক। যদি টান টান ভাব না থাকে, মুখের কমনীয়তা, ঔজ্জ্বল্য বজায় থাকে, তা হলে ত্বকের ধরন হতে পারে স্বাভাবিক, নয় তো তৈলাক্ত। যদি ঘুম থেকে উঠে দেখা যায় নাকের কাছটা তেলতেলে কিন্তু গালে তেল নেই, তা হলে সেই ত্বকের ধরন মিশ্র। আর স্পর্শকাতর ত্বক হলে চট করে র‌্যাশ, চুলকানি, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

কোন উপাদানের কী কাজ?

স্যালিসিলিক অ্যাসিড: ত্বকের ছোট ছোট রন্ধ্র মৃত কোষ, তেল, ধুলো-ময়লায় বন্ধ হয়ে যায়। এমনটা হলে মুখের স্বাভাবিক লাবণ্য যেমন কমে যাবে তেমনই ফুস্কুড়ি, ব্রণের সমস্যা দেখা দিতে পারে। ত্বকের রন্ধ্রমুখ উন্মুক্ত করতে সাহায্য করে স্যালিসিলিক অ্যাসিড।

নিয়াসিনামাইড: তৈলাক্ত ত্বকের জন্য ভাল এই উপাদান। মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়াসিনামাইড। বলিরেখা, কুঁচকে যাওয়া মুখ টান টান করে ঔজ্জ্বল্য ফেরায় এই উপাদান।

ভিটামিন সি: ত্বকের কালচে ভাব, বলিরেখা, রুক্ষ ভাব দূর করতে সাহায্য করে ভিটামিন সি। ত্বকের অন্যতম উপাদান হল কোলাজেন নামে এক প্রকার প্রোটিন। কোলাজেন সংশ্লেষের হার বাড়িয়ে ভিটামিন সি ত্বককে সুন্দর এবং বলিরেখামুক্ত করতে সাহায্য করে।

কোঝিক অ্যাসিড: ব্রণ, ফুস্কুড়ির দাগ, কালচে ছোপ দূর করতে কার্যকর কোঝিক অ্যাসিড। কারও কারও ত্বকে হাইপারপিগমেনটশনের সমস্যা থাকে, অর্থাৎ ত্বকের কোনও কোনও অংশে মেলানিন জমে রং কালচে হয়ে যায়। কোঝিক অ্যাসিড থাকা ক্রিম, লোশন বা সিরাম এমন ধরনের ত্বকের জন্য উপযোগী।

হায়ালুরোনিক অ্যাসিড: বছরভর যাঁদের ত্বক শুষ্ক থাকে, অর্থাৎ মুখে টান ভাব দেখা যায় তাঁদের জন্য হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ সিরাম, ক্রিম ভাল। ত্বককে ময়েশ্চরাইজ় করতে, আার্দ্রতা ধরে রাখতে কার্যকর এই অ্যাসিড।

উপযুক্ত কোনটি বুঝবেন কী ভাবে?

দীর্ঘ ক্ষণ রোদে থাকতে হলে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং এসপিএফ যুক্ত পণ্য বেছে নিতে হবে। আবার বয়স ৪০ ছুঁইছুঁই হলে কোলাজেন প্রোটিনের উৎপাদনে সহায়ক এমন প্রসাধনী বেছে নেওয়া ভাল। বয়স ৩০-এর কোটায় থাকলে রেটিনল, পেপটাইড উপযোগী হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement