Turmeric

Turmeric Skincare: রং পরিষ্কার করার জন্য ত্বকে নিয়মিত হলুদ লাগাচ্ছেন? উল্টে ক্ষতি হচ্ছে না তো

ঘরোয়া রূপটানে হলুদ অত্যন্ত জরুরি উপাদান। কিন্তু ব্যবহারের সঠিক পদ্ধতি জেনে রাখা ভাল। না হলে ত্বকের নানা রকম সমস্যা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ১৭:৫৬
Share:

ত্বকে হলুদ কী ভাবে লাগালে ক্ষতি হতে পারে?

ত্বকে জেল্লা ফেরাতে হলুদ আর চন্দন লাগানোর প্রথা বহু যুগ ধরে চলে এসেছে। দই আর হলুদের ঘরোয়া রূপটান ব্যবহার করেন প্রিয়ঙ্কা চোপড়াও। ত্বকের যে কোনও সমস্যার জন্য হেঁশেলে লোকে আগে হলুদের খোঁজ করেন। হলুদ বহু ক্ষেত্রে দারুণ কাজেও দেয়। কিন্তু লাগানোর সময়ে কিছু ভুলের কারণে হিতে বিপরীত হতে পারে। তখন ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‌্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। কী ভুল জেনে নিন।

Advertisement

কিসের সঙ্গে মেশাবেন

হলুদ আর দই বা হলুদ আর চন্দন মিশিয়ে ফেস প্যাক বানানোর চলই সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারী। তার সঙ্গে অকারণে একাধিক উপকরণ মেশাবেন না। কোনটা মিশে কী প্রক্রিয়া হবে আগে থেকে বোঝা মুশকিল।

Advertisement

অনেক ক্ষণ রাখা

হলুদ বেশি ক্ষণ রাখলে ত্বকে হলদে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন। তবে মনে রাখবেন, যে কোনও ফেস প্যাকই ২০ মিনিটের বেশি রাখা ভাল নয়।

প্রতীকী ছবি।

মুখ ভাল করে না ধোয়া

মুখে ফেস প্যাক লাগানোর পর অনেকেই ভাল করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। হলুদ বেশি ক্ষণ ত্বকে থাকলে র‌্যাশ বেরোতে পারে।

সমান ভাবে না লাগানো

মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে যদি হলুদের ফেস প্যাক সমান ভাবে না লাগানো হয়। সমান ভাবে না লাগালে ফেস প্যাক ঠিক মতো কাজ না-ও করতে পারে।

প্যাক তুলতে সাবান লাগানো

মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোয়া উচিত নয়। অনেকেই এই ভুলটি করে থাকেন। শুধু জল দিয়ে ভাল করে প্যাক পরিষ্কার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন