Besan skin care

বেসন একাই একশো! সোনম কপূর, সুস্মিতা সেনেরা কী ভাবে ত্বকের পরিচর্যায় ব্যবহার করেন?

তারকা বলে ওঁরা যে শুধু দামী প্রসাধনী দিয়েই ত্বকের পরিচর্যা করেন, তা নয়। বরং দুই তারকা ত্বককে ভাল রাখার জন্য ভরসা রাখেন একটিই উপাদানে— বেসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৯:৫৭
Share:

সোনম কপূর এবং সুস্মিতা সেন (ডান দিকে)। —ফাইল চিত্র।

সুস্মিতা সেন, সোনম কপূরেরাও বাড়িতে তৈরি ফেসপ্যাক দিয়ে মুখ পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন। তারকা বলে তাঁরা যে শুধু দামী প্রসাধনী দিয়েই ত্বকের পরিচর্যা করেন, তা নয়। বরং দুই তারকা ত্বককে ভাল রাখার জন্য ভরসা রাখেন একটিই উপাদানে— বেসন।

Advertisement

কী ভাবে বেসন ব্যবহার করেন দুই তারকা?

সুস্মিতা সেন জানাচ্ছেন, তাঁর ত্বক পরিচর্যার রুটিনে বেসন থাকতেই হবে। আর তিনি বেসন মুখে মাখেন ঠান্ডা মালাই বা দুধের সরের সঙ্গে মিশিয়ে।

Advertisement

সোনমের ত্বক পরিচর্যার রুটিনে আবার বেসনের ব্যবহার হয় কাঁচা দুধের সঙ্গে। সোনম জানিয়েছেন, ওই প্যাক তাঁর ত্বক উজ্জ্বল রাখার পাশাপাশি ত্বককে মৃতকোষমুক্তও করে।

আপনি কী ভাবে বেসন ব্যবহার করতে পারেন?

১। বেসনের সঙ্গে দই আর হলুদ মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১০-১৫ মিনিট রেখে ঈষদোষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

২। ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ মিহি করে বাটা পাকা কলা এবং ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে মুখে ব্যবহার করুন। ১৫ মিনিট রেখে ভাল করে ঘষে ধুয়ে ফেলুন।

৩। ১ চামচ বেসনের সঙ্গে আধা চামচ লেবুর রস এবং ১ চামচ টম্যাটোর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement