Brown colour in Trend

বাদামিই কি নতুন পছন্দের রং! আকাশের রামধনু ছেড়ে কি মাটির কাছে ফিরছে দুনিয়া?

গত এক মাসে বলিউড তারকাদের ইনস্টাগ্রামে নজর দিলে দেখা যাবে, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও অনুষ্ঠানে, ফ্যাশন ফটোশুটে, বিজ্ঞাপনে, পত্রিকায় ধরা দিয়েছেন বাদামি অথবা খয়েরি রঙের পোশাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩
Share:

গ্রাফিক— আনন্দবাজার ডট কম।

পছন্দের রং কি? প্রশ্ন করলে ১০ জনের মধ্যে অন্তত ৬ জন বলবেন, নীল। তার কারণও আছে যথেষ্ট। যা কিছু বিপুল, বিশাল, ধরাছোঁয়ার বাইরে, তার সঙ্গে কোনও না কোনও ভাবে জুড়ে আছে নীল রং। আকাশ নীল। সমুদ্রের দূরের জলরাশিতে নীলের প্রতিফলন, যে গ্রহে খেয়েপরে বেঁচে আছে মানুষ, তার নামও নীল গ্রহ। আর ভারতীয় সংস্কৃতিতে তো বেশ কিছু দেবতাও নীলবর্ণ! আর কে না জানে, যা কিছু ছোঁয়া যায় না, তাই ছুঁয়ে দেখাতেই নেশা লাগে বেশি।

Advertisement

এই নীলের ঠিক উল্টো দিকে আবার রয়েছে আরও একটি রং। মাটির রং। গাছের কাণ্ডের রং, শিকড়ের রং। খয়েরি কিংবা বাদামির রকমফের। দুনিয়াজোড়া ‘ফ্যাশন ট্রেন্ড’ বলছে, সব রং ছেড়ে আপাতত সেই রঙের দিকেই ঝুঁকেছেন এক বড় অংশের মানুষ। তাঁরা বলছেন, "ব্রাউন ইজ় দ্য নিউ ব্ল্যাক"। অর্থাৎ এমন রং, যা কালোর মতোই সব কিছুর সঙ্গে মানিয়ে যায়।

প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের সাম্প্রতিক তম ফটোশুটে দু’জনেই পরেছেন খয়েরি রঙের পোশাক। ছবি: সংগৃহীত।

গত এক মাসে প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন, তমন্না ভাটিয়া, করিনা কপূর, জাহ্নবী কপূর, ডায়ানা পেন্টি, শিল্পা শেট্টি, কৃতি শ্যানন সবারই ইনস্টাগ্রামে নজর দিলে দেখা যাবে, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও অনুষ্ঠানে, ফ্যাশন ফটোশুটে, বিজ্ঞাপনে, পত্রিকায় ধরা দিয়েছেন বাদামি অথবা খয়েরি রঙের পোশাকে।

Advertisement

ছবির ট্রেলার তামান্না ভাটিয়া পরেছেন খয়েরি রঙের পোলকা ডট দেওয়া প্যান্টস্যুট। ছবি: সংগৃহীত।

এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, খয়েরি বা বাদামি রঙেরও আলাদা আকর্ষণ রয়েছে। ফ্যাশন দুনিয়ায় যে চামড়ার জুতো, ব্যাগ, বেল্টের কদর, তার অধিকাংশই বাদামি রঙেরই। বোহো ফ্যাশন নিয়ে এই যে হইহই। মেপেজুপে সুন্দর নকশার জামাকাপড়ের ধ্রুপদি ফ্যাশনকে টক্কর দিয়ে যা সগৌরবে টিকে আছে, সেই যাযাবরী কেতার মূল রং তো বাদামিই। তা ছাড়া গোটা দুনিয়ায় যত মানুষ আছেন, হিসাব করলে দেখা যাবে, তাঁদের অধিকাংশের চামড়ার রংও বাদামি। কারও গাঢ়, কারও হালকা।

শেষ যে ফটোশুট করেছেন দীপিকা, সেখানে তাঁর পোশাকের রং বাদামি। ছবি: সংগৃহীত।

পুজোয় এখন গোটা বাংলা সাজগোজের জন্য প্রস্তুত। তবে কি বিশ্বজোড়া বাদামি-প্রেমের প্রভাব পড়বে বাংলাতেও? মুম্বইয়ের শাড়ি বিক্রেতা সংস্থা ‘সুতা’-র কর্ণধার তানিয়া বিশ্বাসকে প্রশ্ন করতে তিনি বললেন, ‘‘বাদামি বা খয়েরি মাটির কাছাকাছি একটা রং। প্রকৃতির রং। তাই এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, এই রং যে কোনও ত্বকের রঙের সঙ্গে সুন্দর মানিয়ে যায়। আমরা যখন থেকে কাজ শুরু করেছি, তখন থেকেই গুরুত্ব দিয়ে এসেছি এই রঙে। কিন্তু শুধু এই একটি রংকেই ট্রেন্ড ভাবার কোনও কারণ দেখছি না। অন্তত ভারতে তো নয়ই। কারণ, ভারত রঙের দেশ। এখানে নানা রকম রংকে উৎসবে উদ্‌যাপন করি আমরা। তাই পুজো হোক রঙিন। সঙ্গে চাইলে এক-আধটা বাদামিও থাকতে পারে।’’

পুজোর সম্ভারে বাদামি বর্ণের শাড়ি রেখেছে ‘সুতা’। ছবি: সংগৃহীত।

বাদামি বা খয়েরি রং নিয়ে বুটিক ডিজ়াইনার শর্মিষ্ঠা সাহার বক্তব্যও এক। তিনি আবার বলছেন, ‘‘আমার কাছে পুজোর রং হল সাদা-লাল। বা লালের নানা রকম শেড। খয়েরি সেই লালের একটি শেড হিসাবে থাকতেই পারে। আমার শারদীয়ার পুজোর সংগ্রহেও খয়েরি রয়েছে। কিন্তু শুধু খয়েরিকেই পুজোর ট্রেন্ড বলে আমি মনে করি না।’’

বলিউডের নায়কেরাও বাদামি জ্বরে আক্রান্ত। ছবিতে খয়েরির দু’রকম শেডের কুর্তায় কার্তিক আরিয়ান এবং সিদ্ধার্থ মালহোত্র। ছবি: সংগৃহীত।

বাংলার পোশাকশিল্পীরা যা-ই বলুন বিশ্বের বহু নামী ফ্যাশনব্র্যান্ডগুলি কিন্তু পুরোপুরি খয়েরির পক্ষে। সেন্ট লরেন্ট, ম্যাক্সমারা, প্রাডা-র মতো বহু ব্র্যান্ড তাঁদের সাম্প্রতিক পোশাকের সম্ভারে খয়েরি রংকেই গুরুত্ব দিয়েছে।

দুই ‘স্পাইডারম্যান’-এর বাদামি প্রেম। ছবিতে অ্যান্ড্রু গারফিল্ড (বাঁ দিকে) এবং টম হল্যান্ড (ডান দিকে)) বাদামি রঙের পোশাকে। সঙ্গে আমেরিকান পপ তারকা জ়েন্ডায়াও পরেছেন বাদামি রঙের লেদার ড্রেস। ছবি: সংগৃহীত।

খয়েরির পক্ষে মনোবিজ্ঞানও। তবে তার ব্যাখ্যা অন্য। মনোবিজ্ঞান বলছে খয়েরি নিরাপত্তা আর আরামের অনুভূতি আনে। তবে কি সেটাই খয়েরির ট্রেন্ডের কারণ?

গোটা দুনিয়া যখন টালমাটাল, কোথাও যুদ্ধ হচ্ছে তো কোথাও বিদ্রোহ, তখন একটি রং যদি স্বস্তি দিতে পারে, মনে নিরাপত্তার বোধ জাগাতে পারে তা হলে ক্ষতি কী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement